কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রহস্যজনক’ নিউমোনিয়া নিয়ে বিস্তারিত জানালেন বিজ্ঞানীরা

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

চীনের শিশুদের মধ্যে বর্তমানে যে রহস্যজনক নিউমোনিয়া শুরু হয়েছে, সেটি সম্পর্কে দেশটির সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কিত অনুরোধ জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক এই সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচওর আহ্বানে সাড়া দিয়ে রোগটি সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন বা স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিশন জানিয়েছে, আক্রান্ত শিশুদের পরীক্ষা-নিরীক্ষার পর তাদের দেহে নতুন ধরনের কোনো জীবাণু পাওয়া যায়নি, বরং মাইকোপ্লাজমা নামে এক ধরনের পরিচিত ব্যাকটেরিয়ার উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

মাইকোপ্লাজমা বেশ পরিচিত একটি ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া শিশু ও বয়স্ক ব্যক্তি- উভয়ের দেহেই সংক্রমণ ঘটাতে সক্ষম। বয়স্কদের মধ্যে যারা এই ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হন, তাদের মধ্যে ঠাণ্ডা, জ্বর, সর্দি ও মৃদু শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায় এবং সাধরণ ওষুধে কিংবা ওষুধ ছাড়াই এক বা দু’সপ্তাহের মধ্যে তা সেরে যায়। তবে শিশুদের ক্ষেত্রে তা খানিকটা ভিন্ন। কারণ, তাদের শ্বাসতন্ত্র বয়স্কদের মতো শক্তিশালী নয়।

হিন্দুস্তান টাইম জানায়, নিউমোনিয়ার প্রভাবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। চীনের রাষ্ট্রচালিত গণমাধ্যম চায়না ন্যাশনাল রেডিও জানায়, বেইজিং শিশু হাসপাতালে প্রতিদিন প্রায় ৭ হাজার রোগী আসছে। এ ভাইরাসে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। রোগীদের ফুসফুসে প্রদাহ তীব্র জ্বর থাকলেও এখনো কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে না।

তবে আশার খবর হলো- আপাতত চীনের ‘নতুন নিউমোনিয়া’ ছড়িয়ে পড়ার লক্ষ্মণ নেই। তবে কর্তৃপক্ষ বিষয়টির ওপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।

আসার খবর হলো, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চীনের নতুন নিউমোনিয়া ছড়িয়ে পড়ার লক্ষণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি দেখা গেছে। তবে এখনো কোনো প্রত্যাশিত প্যাথোজেন ছড়িয়ে পড়ার আশঙ্কা শনাক্ত করা যায়নি।

রিপোর্ট অনুযায়ী, উত্তর চীনে এই রহস্যজনক নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এতে আক্রান্ত শিশুরা শ্বাসকষ্টে ভোগে। নিউমোনিয়ার প্রকোপে অনেক স্কুল বন্ধ হয়েছে বলেও জানা যায়। তাইওয়ানের একটি গণমাধ্যম দাবি করেছে, বেইজিং এবং লিয়াংনিঙ’র হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে। নতুন এ নিউমোনিয়ার বিষয়ে চীনের কাছে জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগটি যেন ছড়িয়ে না পড়ে সেজন্য চীনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।

সম্প্রতি ১২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে চীনের ন্যাশনাল হেলথ কমিশন প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলে। এ সময় ক্রমবর্ধমান শ্বাসকষ্টজনিত সমস্যায় দুশ্চিন্তা প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১০

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১১

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৩

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৪

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৬

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৭

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৮

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৯

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

২০
X