সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার দুজন সেনা আহত হয়েছেন। আজ বুধবার (১৯ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অধিকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়া সরকার।
কয়েকটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি এসব ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সেনা আহত হয়েছে। এ ছাড়া কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন : এবার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, চলতি বছর এখন পর্যন্ত ২০ বার সিরিয়ার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সংস্থাটি বলছে, দিমাস শহরের বিমানবন্দর ও রাজধানীর পশ্চিমে বৈরুত- দামেস্ক মহাসড়কের আশপাশের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এসব হামলা করা হয়।
গত কয়েক বছরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলার দায় খুব কমই স্বীকার করেছে দেশটি।
মন্তব্য করুন