অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ভয়াবহ হামলার পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনি উপকূলীয় এলাকা থেকে রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় তারা আজ বিমান হামলা চালিয়েছে। হামলা এখনো চলছে।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে গত সোমবার জেনিন শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষ শরণার্থী শিবির ছেড়েছেন।
রয়টার্স বলছে, জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি সেনাদের বহনকারী গাড়িগুলো জেনিন ছাড়তে শুরু করে।
জেনিনে হামলার পর গাজা থেকে ইসরায়েলের দিকে পাঁচটি রকেট ছোড়া হয় বলে অভিযোগ করেছে দেশটি। তবে এসব রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রকেট ছোড়ার পরপরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেরত ও আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ রকেট হামলার জন্য হামাসকে দায়ী করছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সশস্ত্র দলটি।
মন্তব্য করুন