কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার ৭০ শতাংশ বাড়িঘর

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে একের পর এক ধসে পড়ছে ফিলিস্তিনিদের বসতবাড়ি। বাড়ছে মানবিক সংকট। প্রায় তিন মাস ধরে গাজায় এ হামলা চলমান রয়েছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের হামলার ফলে সেখানকার ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি অফিস। রোববার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, চলমান এ হামলায় গাজার ২০০-এর বেশি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলে এ হামলাকে গাজার আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেছে মিডিয়া অফিস।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার তিন লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ উপত্যাকায় মোট চার লাখ ৩৯ হাজার বাড়িঘর রয়েছে।

স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী ২৯ হাজার বোমা ফেলেছে। এসব বোমা হামলায় আবাসিক এলাকা, বাইজেন্টাইন চার্চ, হাসপাতাল, শপিংমলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। হামলার কারণে এসব বাড়িঘর এমনভাবে ধ্বংস হয়েছে যে এগুলো আর মেরামতের উপযোগী নেই।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পাপ ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, গাজা শব্দটিকে ইতিহাস থেকে মুছে ফেলার এ বোমা হামলা চালানো হয়েছে। জার্মানির ড্রিশদেনসহ অন্যান্য বিখ্যাত শহরেও এভাবে বোমা হামলা করা হয়েছিল।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ২১ হাজার ৬৭২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। তবে দক্ষিণ গাজাও নিরাপদ নয় বলেই জানিয়েছেন তারা।

সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, শহরটিতে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে হামাস।

রাফাহ শহর থেকে ইউএনআরডব্লিউএর গাজা শাখার পরিচালক টম হোয়াইট বিবিসিকে বলেছেন, ১০ লাখের বেশি মানুষ রাফাহ শহরে নিরাপত্তার প্রার্থনা করেছেন। এখানে কোনো জায়গা ফাঁকা নেই। সব জায়গায় মানুষ আশ্রয় নিয়েছেন।

ইউএনআরডব্লিউএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খান ইউনিস ও অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে প্রবেশ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে হংকং চায়নার বিপক্ষে হামজাদের খেলা দেখবেন যেভাবে

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি গৃহশিক্ষকের, অতঃপর...

মেয়েদের যে ৪ গুণ দেখে বিয়ে করতে বলেছেন নবীজি (সা.)

জর্ডানের হাতে মার্কিন অস্ত্র, কী হতে যাচ্ছে সেখানে?

তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা, কারণ কী?

জবির সমাজকর্ম বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

দীর্ঘ ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ

শান্তিচুক্তির পর টেলিফোনে নেতানিয়াহুকে যা বললেন ট্রাম্প

১০

গুরুতর অসুস্থ স্পর্শিয়া, চাইলেন দোয়া

১১

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১২

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

১৩

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

১৪

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

বন্দরের অরক্ষিত হাউসে প্রাণ গেল শিশুর

১৬

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

১৭

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

১৮

মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ

১৯

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

২০
X