শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে খুঁজে পেতে সাগরে ৬০০ ডুব স্বামীর

স্ত্রীকে হারানো তাকামাতসু। ছবি : সংগৃহীত
স্ত্রীকে হারানো তাকামাতসু। ছবি : সংগৃহীত

সমগ্র অস্তিত্ব দিয়েই ভালোবাসে মানুষ। তারই এক অনন্য নজির স্থাপন করে গেছেন মোঘল সম্রাট শাহজাহান। স্ত্রীকে ভালোবেসে বানিয়েছেন তাজমহল। পৃথিবীর আর কোনো প্রেমিক বা স্বামী হয়তো এমন কিছু আর কেউ করে দেখাতে পারবে না। তবু কাউকে পাগলের মতো ভালোবাসতে তো কোনো বাধা নেই! সম্প্রতি এমনই এক প্রেমিক স্বামীর খোঁজ মিলেছে উদীয়মান সূর্যের দেশে।

সাগর ছেনে মণি-মুক্তা বের করে নিয়ে আসেন ডুবুরিরা। কিন্তু এমন এক ব্যক্তিকে পাওয়া গেছে, যিনি কি না প্রলঙ্করী ঢেউয়ে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৩ বছর ধরে সাগরে ডুব দিয়ে যাচ্ছেন। সাগরে ডুব দিতে দিতে গায়ের চামড়া মলিন হয়ে গেছে তার। তবু হার মানছেন না তিনি। খুঁজে বের করতেই হবে স্ত্রীকে- যেন মনে মনে এমন পণই করেছেন জাপানের সাবেক সেনা সদস্য ইয়াসৌ তাকামাতসু।

তাকামাতসুর বয়স এখন ৬৭ বছর। ২০১১ সালে জাপানের ওনাগাওয়ায় প্রলয়ঙ্করী সুনামির পর তাকামাতসুর স্ত্রী ইয়োকো নিখোঁজ হয়। শেষবারের মতো স্বামীকে পাঠানো ক্ষুদে বার্তায় ইয়োকো লিখেছিল, তুমি কী ঠিক আছ? আমি বাড়ি যেতে চাই। স্ত্রীর সেই কথামালাই তাকামাতসুকে ইয়োকোর খোঁজে এতটা পথ নিয়ে এসেছে। ১৩ বছর পর আজও স্ত্রীকে খুঁজে ফিরছেন তাকামাতসু।

সম্প্রতি মাদারশিপ নামে একটি ডিজিটাল কোম্পানি একটি ভিডিও ক্লিপ পোস্ট করে। সেখানে নিজের গল্প বলতে শোনা যায় তাকামাতসুকে। স্ত্রীর জন্য এমন ভালোবাসার গল্প রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কাঁদাচ্ছে নেটিজেনদের। সুনামি আঘাতের সময় ব্যাংকে কাজ করছিলেন ইয়োকো। ওই সময় তার শাশুড়িকে অন্য শহরে পৌঁছে দিতে গিয়েছিলেন তাকামাতসু।

সুনামি আঘাত হানার এক মাস পর ব্যাংক থেকে ইয়োকোর মোবাইল ফোন খুঁজে পান তাকামাতসু। মোবাইল ফোন ঘেঁটে দেখতে পান, বাড়ি যাওয়ার কথা লিখে ক্ষুদে বার্তা পাঠিয়েছিল স্ত্রী। এরপরই স্ত্রীকে খুঁজতে শুরু করেন তাকামাতসু। প্রথম আড়াই বছর স্ত্রীকে খোঁজ করেন তিনি। আশ্রয় শিবির, পাহাড়-পর্বত, মর্গ কোনো কিছু বাদ দেননি তাকামাতসু।

২০১৩ সালে ৫৬ বছর বয়সে স্ত্রীকে সাগরে খোঁজার সিদ্ধান্ত নেন তাকামাতসু। তখন থেকেই তিনি ডাইভিং শেখা শুরু করেন। ৬০০ বারের বেশি সমুদ্রে ডুব দেওয়া তাকামাতসু বলেন, আমি জানতাম এটা কঠিন হবে। আমার কাছে এটা খুব কঠিন লেগেছে, কিন্তু এটা ছাড়া আর কী করতে পারি। তাকে খোঁজা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। সাগরে গেলে মনে হয়, আমি তার কাছাকাছি আছি।

স্ত্রীর প্রতি তাকামাতসুর এমন ভালোবাসার গল্প নিয়ে ‘আই ওয়ান্ট টু গো হোম’ নামে বই বেরিয়েছে। এ ছাড়া ‘দ্য ডাইভার’ এবং ‘নোহোয়ার টু গো বাট এভরিহোয়ার’ শিরোনামে দুটি ডকুমেন্টরিও তৈরি করা হয়েছে। ২০১১ সালে ভূমিকম্পের পর জাপানে প্রলয়ঙ্করী সুনামিতে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এখনো নিখোঁজ আছেন আড়াই হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X