রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির বিরুদ্ধে দায়ের করা এক ফৌজদারি মামলায় আজ শুক্রবার রায় দিতে পারেন আদালত। তবে বর্তমানেও তিনি আরেক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উগ্রবাদে অর্থায়ন, প্রকাশ্যে উগ্রবাদ সম্পর্কিত কর্মকাণ্ডে উসকানি এবং নাৎসি মতাদর্শ পুনর্বাসনের অভিযোগে নাভালনির বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তার ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন আইনজীবীরা। আজ শুক্রবার রাশিয়ার একটি আদালত এ মামলার রায় দেবেন। মস্কো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের একটি পেনাল কলোনিতে রুদ্ধদ্বার ভবনে নাভালনির বিচারকাজ চলছে।
অর্থ আত্মসাতের আরেক মামলায় ৯ বছরের সাজার পর বর্তমানে কারাগারে আছেন নাভালনি। তবে তার সমর্থকরা বলছেন, নাভালনির রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই তাকে এ সাজা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আরও ২০ বছর কারাদণ্ড হতে পারে নাভালনির
জেলে থাকলেও সমর্থক ও আইনজীবীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে পারেন নাভালনি। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) এক পোস্টে তিনি জানান, এবারের রায়ে সাজা কিছুটা কম হতে পারে। সেটা প্রায় ১৮ বছর। তবে এতে কিছু যায়-আসে না। কেননা সন্ত্রাসবাদের আরেক মামলায় তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
তিনি বলেন, ‘এটি দীর্ঘস্থায়ী সাজা হতে পারে। এটাকে স্টালিনবাদ বলা যায়। এর উদ্দেশ্য হলো রাশিয়ার জনগণকে ভয় দেখানো। তবে এমনটা যেন না ঘটে। এটাকে প্রতিহতের ব্যাপারে ভালোভাবে চিন্তা করতে হবে।’
পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সি নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।
একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপরই অর্থ আত্মসাতের মামলায় তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন