কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনে কোরআন অবমাননায় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা

কোরআন অবমাননার প্রতিবাদ বিক্ষোভে সহিংসতা। ছবি : রয়টার্স
কোরআন অবমাননার প্রতিবাদ বিক্ষোভে সহিংসতা। ছবি : রয়টার্স

সুইডেনে কোরআন অবমাননায় ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) ইরাকের নাগরিক সালমান মোমিকা পবিত্র কোরআনে অবমাননা করার প্রতিবাদে এ বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে দেশটির পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা মালমো শহরে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। এ সময়ে প্রায় শতাধিক মানুষ বিক্ষোভ করে। তাদের মধ্যে ১০ জনকে জনগণের ভোগান্তিতে ফেলার অভিযোগে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার (৩ সেপ্টেম্বর) ভার্নহেমস্টরগেট নামক এলাকায় শহরের প্রাণকেন্দ্রে পবিত্র কোরআনে আগুন দেন সালমান। এর আগেও তিনি একাধিকবার কোরআনে আগুন দিয়েছেন। তার এমন কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কূটনৈতিক ক্ষোভ সৃষ্টি হয়েছে। রোববারের ঘটনার ফলে সুইডেনে বিক্ষোভ করে মুসলিমরা।

শহরের কর্মকর্তারা জানান, বিক্ষোভ চলাকালে তাদের দিকে পাথর নিক্ষেপ ও বৈদ্যুতিক স্কুটার ছোড়া হয়েছে। এ ছাড়া মালমো শহরের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ এলাকাটি এমনিতে অভিবাসী-অধ্যুষিত অঞ্চল এবং অতীতেও এখানে ক্ষোভের নজির রয়েছে।

মালমো শহরের পুলিশ কমান্ডার পেট্রা স্টেনকুলা স্থানীয় মিডিয়াকে বলেন, এই ধরনের যেকোনো ঘটনা মানুষের মধ্যে তীব্র আবেগ জাগিয়ে তোলে। তবে রোববার বিকেলের মতো বিশৃঙ্খলা ও সহিংসতা সহ্য করার সুযোগ নেই। এ ধরনের সহিংসতা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এর আগে পবিত্র কোরআন পোড়ানো বন্ধ করতে আইন সংশোধনের কথা জানিয়েছিল সুইডেন সরকার। তবে আইন সংশোধন হলেও যেকোনো বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি দেবে পুলিশ বলে জানানো হয়।

সুইডেনের বিচারমন্ত্রী গানার স্ট্রম জানান, দেশের আইনে প্রয়োজনীয় সংশোধন করতে শিগগিরই একটি কমিশন নিয়োগ দেওয়া হবে। সুইডেনের বিতর্কিত বাকস্বাধীনতা আইনের কারণে দেশটিতে বিশিষ্ট ব্যক্তি ও ধর্ম অবমাননার ঘটনা ঘটছে। এতদিন এই আইন পরিবর্তনের বিষয়টি নাকচ করে আসছিল সরকার।

গানার স্ট্রম বলেন, সম্প্রতি দেশে টানা বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশের ভেতর ও বাইরে থেকে সুইডেনের বিরুদ্ধে হুমকি আসছে। ফলে সুইডেনের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তাকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না।

সম্প্রতি সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় সমগ্র বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির উদ্যোগে জাতিসংঘে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

তবে সরকারের এমন উদ্যোগকে ভালোভাবে নেয়নি সুইডেনের বেশ কয়েকটি দল। তারা বলছে, ইসলামপন্থিদের সামনে সরকার নতজানু হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১০

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১১

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১২

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৩

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৬

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৭

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৮

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৯

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

২০
X