কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার নির্বাচনে যেভাবে জড়িয়েছে ভারতের স্বার্থ

ভারত ও শ্রীলঙ্কার পতাকা। ছবি : সংগৃহীত
ভারত ও শ্রীলঙ্কার পতাকা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কাকে কোনো বিদেশি শক্তির প্রভাব বলয়ে দেখতে চায় না ভারত। মূলত এ উদ্দেশ্য থেকেই শ্রীলঙ্কার নির্বাচনে জড়িয়েছে ভারতের স্বার্থ। সম্প্রতি দ্য ডিপ্লোমেটের এক প্রতিবেদনে এমনই বিশ্লেষণ ওঠে এসেছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ ভারতের বেশ কাছাকাছি অবস্থান করে শ্রীলঙ্কা। ভৌগোলিক অবস্থান ছাড়াও দুই দেশের মধ্যে রয়েছে ভাষা ও সাংস্কৃতিক মেলবন্ধন। উভয় দেশেই রয়েছে তামিল জনগোষ্ঠী।

এ ছাড়া দক্ষিণ ভারতে রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও বিজ্ঞান গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান। এর মধ্যে আছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মহাকাশ গবেষণাকেন্দ্র এবং নৌঘাঁটি। ফলে শ্রীলঙ্কায় কোনো বিদেশি শক্তির প্রভাব ভারতের জন্য বেশ উদ্বেগজনক।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সাজিথ প্রেমাদাসাকে ভারত সমর্থন দিচ্ছে। প্রেমাদাসার দল শুধু যে অতিমাত্রায় ভারতপন্থি এমন নয়; একই সঙ্গে তারা সংবিধানের ১৩তম সংশোধনী বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে বলা হয়, গত দেড় দশক ধরে চীনকে বহিঃশক্তি হিসেবে দেখে আসছে ভারত। ফলে যে বা যারা চীনের প্রভাব বিস্তারের সমালোচনা করছেন বা বিরোধিতা করছেন, তাদেরকেই সমর্থন দিচ্ছে ভারত।

কলম্বোর রাজনৈতিক বলয়ে প্রচলিত আছে, এক দশক ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা মাহিন্দ রাজাপাকসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় ২০১০ এবং ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলংকার সাবেক সেনাপ্রধান জেনারেল শরত ফনসেকা এবং শ্রীলংকা ফ্রিডম পার্টির মাইথ্রিপালা সিরিসেনাকে সমর্থন দিয়েছিল ভারত।

এবারের নির্বাচনে যেসব প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অন্যতম ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) অনুরা কুমারা দিশানায়েকে, সামাগি জন বালেওয়েগ্যা পার্টির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এদের মধ্যে দিশানায়েকে’কে পছন্দ করে চীন।

চলতি বছর শুরুর দিকে দিশানায়েকে ভারত সফর করলেও তার দলের ভারত বিরোধী অবস্থান পরিবর্তিত হয়নি। দলটি জাতীয় সম্পদ বিদেশি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দেয়ার কঠোর বিরোধিতা করে তারা। সম্প্রতি শ্রীলংকার বন্দর, নবায়নযোগ্য জ্বালানি এবং বিমানবন্দরগুলোর মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ভারতের আদানি গ্রুপ নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনপিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১০

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১১

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১২

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৩

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৪

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৬

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

১৭

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

১৮

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

১৯

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

২০
X