স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য জয়ে কোয়ালিফায়ারে সিলেট, কপাল পুড়ল রংপুরের

শেষ বলে ছক্কা মেরে সিলেটের জয়ের নায়ক ক্রিস ওকস। ছবি : সংগৃহীত
শেষ বলে ছক্কা মেরে সিলেটের জয়ের নায়ক ক্রিস ওকস। ছবি : সংগৃহীত

রীতিমতো অবিশ্বাস্য এক জয় তুলে নিল সিলেট টাইটান্স। আর তাতেই রংপুর রাইডার্সের বিদায় ঘণ্টা বেজে গেল। বিপিএলের এলিমিনেটর ম্যাচে আজ দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট। ফলে ফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে মিরাজের দল। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন ক্রিস ওকস। শেষ বলে প্রয়োজনই ছিল ৬ রান। আর সেই ছক্কা মেরেই দলকে ৩ উইকেটে জিতিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার পাশাপাশি নতুন শক্তি নিয়ে যে কোনো প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার বার্তাও যেন দিয়ে রাখল সিলেট টাইটান্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে নিয়ে মাঠে নামা সিলেট শুরুতেই পায় সাফল্য। ওকস-খালেদরা দাঁড়াতেই দেননি রংপুরের ব্যাটারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রংপুর দলীয় ২৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মেয়ার্সের মতো নির্ভরযোগ্য ব্যাটারদের। চারজনই ফেরেন এক অঙ্কের ঘরে। যাদের সম্মিলিত রান ছিল মাত্র ১৭! এরপর খুশদিল শাহ আর মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করে খুশদিল সাজঘরে ফেরেন, হাঁকান তিনটি ছক্কা। এরপর রিয়াদের সাথে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান।

কিন্তু সোহান শেষপর্যন্ত জ্বলে উঠতে পারেননি। রিয়াদ সমান দুটি করে চার-ছক্কায় ২৬ বলে ৩৩ রান করলেও সোহান ২৪ বলে ১৮ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে রংপুরের। সিলেটের ঘরের ছেলে খালেদ আহমেদ একাই শিকার করেন প্রতিপক্ষের মূল্যবান চার উইকেট। তাও মাত্র ১৫ রানের বিনিময়ে। বল হাতে উজ্জ্বল ছিলেন ক্রিস ওকসও। মাত্র ১৫ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন তিনি। এছাড়া নাসুম আহমেদও ২ উইকেট লাভ করেন। মাত্র ১২ রানের বিনিময়ে।

রংপুরের ছুড়ে দেওয়া ১১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটও শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ২ রানেই যে তৌফিক খানকে হারিয়ে ফেলে তারা। এরপর পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারও খেই হারায় সিলেট। আরিফুল ইসলাম ১৮ বলে ১৭ ও আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৩ রান করে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন খোদ অধিনায়ক মিরাজ আর বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস। দুজনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায় সিলেট টাইটান্স।

তবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য ধুঁকতে হয়েছে মিরাজ-বিলিংসদের। ২৩ বলে ১৮ রান করে মিরাজ বিদায় নিলে আবারও চাপের মধ্যে পড়ে যায় দলটি। এর ফলে শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে ১৫ রানের। ১৯তম ওভারে এসেই ৪০ বলে ২৯ রান করা বিলিংসকে আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর ফাহিম আশরাফের করা শেষ ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান।

নাটকীয় সেই ওভারে মঈন আলীকে ফেরান সাজঘরে। ম্যাচের উত্তাপ তখন আরও বেড়ে যায়। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ৬ রানে। ক্রিস ওকস ছক্কা হাঁকিয়েই ম্যাচ জেতান সিলেটকে। তাতেই কপাল পুড়ে রংপুর রাইডার্সের। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সিলেট টাইটান্সের খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

বিএনপি-জামায়াত সংঘর্ষ

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১০

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১১

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১২

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১৩

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১৪

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৫

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

১৬

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

১৭

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

১৮

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

১৯

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

২০
X