

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস সোমবার (২৬ জানুয়ারি)। এ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে তিনি বার্তাটি পাঠান। তাতে ভারতকে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন শি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যকে নাড়িয়ে দেওয়া শুল্কযুদ্ধের মাঝে দুই এশীয় পরাশক্তির সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় শি জিনপিংয়ের ওই মন্তব্য গুরুত্বপূর্ণ। গত এক বছরে চীন-ভারতের সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুভেচ্ছা বার্তায় শি জিনপিং উদীয়মান শক্তি হিসেবে ভারতের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেবে।
এদিকে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করছেন ভারতীয়রা। ১৯৫০ সাল থেকে ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আধুনিক ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটি। এদিনেই কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান।
মন্তব্য করুন