কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ট্রাম্পের ‘গাজা প্রস্তাব’ প্রত্যাখ্যান করলেন মার্কিন দুই সিনেটর

ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি : সংগৃহীত।
ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি : সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেটররা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই পরিকল্পনার প্রতি কড়া সমালোচনা করেছেন।

আর ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল আশা প্রকাশ করেছেন যে, আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল ১৭ ফেব্রুয়ারি তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ট্রাম্পের গাজা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) নেতানিয়াহু ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে গাজার ফিলিস্তিনিরা ‘স্বেচ্ছায়’ দেশত্যাগ করতে পারেন।

কিন্তু সিনেটর গ্রাহাম, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রভাবশালী নেতা, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গাজা দখলের জন্য আমেরিকা কোনোভাবেই এগিয়ে যাবে না।

অন্যদিকে, ব্লুমেনথাল ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি ‘অসম্ভব’ বলে অভিহিত করেছেন।

ট্রাম্পের প্রস্তাব আরব বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বেশ কয়েকজন বিশ্লেষক এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের শামিল বলে উল্লেখ করেছেন।

সিনেটর গ্রাহাম বলেছেন, ‘ট্রাম্পের পরিকল্পনার কারণে আরব দেশগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প খুঁজতে বাধ্য হবে।

সিনেটর ব্লুমেনথাল জানান, জর্ডানের রাজা আবদুল্লাহ তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, আরব দেশগুলো এমন একটি পরিকল্পনা উপস্থাপন করবে, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই বৈঠকে বসতে পারেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের কর্মকর্তারা। তারা এমন একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে চান, যা ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে কাজ করবে।

ট্রাম্পের পরিকল্পনা ইতোমধ্যে ১৬ মাস ধরে চলা গাজা যুদ্ধের পর পুরো আরব বিশ্বের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে আরব দেশগুলোতে এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১০

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১১

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১২

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৩

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৪

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৫

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৬

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৭

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৮

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৯

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

২০
X