সময় যত গড়াচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা আরও শক্তিশালী হচ্ছে।
আল জাজিরা জানায়, গাজা শহর ও খান ইউনিস শহরের আবাসিক ভবন ও হাসপাতালেও অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলি হামলায় অ্যাম্বুলেন্স চালক এবং একজন নার্সের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় হামলা চালিয়েছে সেসব এলাকায় মেডিকেল টিম কাজ করতে পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেবাদানে বাধাপ্রাপ্ত হওয়ায় বিমান হামলায় দুর্গত অঞ্চলগুলোতে হতাহতের সঠিক সংখ্যা বের করা সম্ভব হচ্ছে না।
ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণের সেদরত শহরে ইসরায়েলি পথচারীদের ওপর গুলি ছুড়েছে ফিলিস্তিনিরা।
আল জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১৬১০ জনেরও বেশি। আহত ফিলিস্তিনিদের ভিড়ে ভরে গিয়েছে গাজার হাসপাতালগুলো ভরে গিয়েছে।
মন্তব্য করুন