বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকর, শীর্ষে ইরান

ইরানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুরোনো ছবি
ইরানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুরোনো ছবি

বিশ্বব্যাপী ফের বেড়েছে মৃত্যুদণ্ডের সংখ্যা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, গত আট বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ তালিকায় শীর্ষে আছে ইরান।

সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৩০ শতাংশ বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিশ্বব্যাপী ১৬টি দেশেই ১ হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর মধ্যে শুধু ইরানেই সর্বোচ্চ শাস্তির মুখে পড়েন ৮৫৩ জন। অর্থাৎ মোট সংখ্যার ৭৪ শতাংশ কার্যকর করেছে ইরান।

বিশ্বব্যাপী যখন মৃত্যুদণ্ড কমানোর কথা বলা হচ্ছে তখন ইরানে তা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের হিসাবে দেশটিতে ২০২২ সালে ৫৭৬ জন এবং আগের বছর ৩১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগ মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে অ্যামনেস্টি ধারণা করছে, চীনে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাটিও বিশাল। কিন্তু দেশটির কঠোর গোপনীয়তার কারণে সংগঠনটি পর্যাপ্ত তথ্য পায়নি। তাই চীনকে তালিকা থেকে দূরে রাখা হয়েছে।

তেমনি উত্তর কোরিয়া ও ভিয়েতনামকে তালিকায় আনা যায়নি। কারণ, দেশ দুটি থেকে সঠিক কোনো তথ্যই তারা পায়নি।

এ ছাড়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ১৫ শতাংশই সৌদি আরবে ঘটেছে। যুক্তরাষ্ট্রে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সংখ্যাটিও ২০২২ সালের চেয়ে ৬ জন বেশি। অথচ জাপান, বেলারুশ, মিয়ানমার ও দক্ষিণ সুদানে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি মাসেই মাদকসহ বিভিন্ন অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ১৮ মে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলের উর্মিয়া কারাগারে মাদকের বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচজন পুরুষের সঙ্গে দুজন নারীর মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে পারভীন মোসাভি নামের দুই সন্তানের এক জননীও রয়েছেন।

এ ছাড়া নিসাপুরে ফাতেমিহ আব্দুল্লাহি নামের অপর এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগ করা হয়েছে।

এপ্রিলে পার্সিয়ান নববর্ষ এবং রমজানের ছুটির শেষে একটি নতুন ঢেউ শুরু হয়েছিল। তখন থেকে ১১৫ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন।

আইএইচআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ইরানে ২২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে চলতি মাসেই অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া আরও অনেককে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১০

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১১

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১২

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৩

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৪

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৫

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৬

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৭

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৮

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৯

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

২০
X