শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই সংবাদ দেশের সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে প্রাকাশিত হয়েছে বিশ্বগণমাধ্যমেও। যুক্তরাজ্যের বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান; তুরস্কের আনাদোলু এজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড, সৌদি আরবের আরব নিউজ, যুক্তরাষ্ট্রের সিএনএন, এবিসি নিউজ ও এপিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোয় উঠে এসেছে ৩২ নম্বর রোডের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার খবর।

‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা’। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন। যে কারণে এই হামলার সূত্রপাত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সংবাদ শিরোনাম- ‘বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে’। প্রতিবেদনটিতে বলা হয়, শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবার ও রাজনৈতিক দলের অনেক নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি তাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশি বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে’। যেখানে লেখা হয়েছে, ‘প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দিয়ে হামলার সূত্রপাত হয়। ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত বছর পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে’। তারা তাদের প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোট করে লিখেছে, বিদ্যমান দলগুলো ‘দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পড়তে ব্যর্থ হয়েছে’।

সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে’।

ভারতীয় সংবাদামধ্যম হিন্দুস্তান টাইমসও ৩২ নম্বর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা’ এই শিরোনামেই প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এ ছাড়া পাকিস্তান ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

১০

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

১১

বিএনপি-জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টার নিয়ে

১২

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

১৩

ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

‘নজরুলের সাহিত্যকে প্রচলিত মাপকাঠিতে বিচার করা যায় না’

১৫

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৬

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

১৭

নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

১৮

‘বিএনপির প্রকৃত কর্মী আরেক কর্মীকে হুমকি দিতে পারে না’

১৯

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

২০
X