

দুবাইয়ে টানা ১০০ দিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকা একটি কুকুরের খোঁজে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। ‘এলসি’ নামের ওই কুকুরটিকে সম্প্রতি আল রিগা এলাকায় দেখা গেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এতে সিঙ্গাপুরে বসবাসরত তার দত্তক পরিবারের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা আবার জেগে উঠেছে। এমনকি তাকে খুঁজে পেতে মরিয়া কর্তৃপক্ষ ১০ হাজার দিরহাম পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় তা ৩ লাখ ৩৩ হাজার টাকার বেশি।
রোববার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুই বছর বয়সী এলসি মরুভূমি অঞ্চলের মিশ্র প্রজাতির কুকুর। তার গায়ের রং সাদা, বাদামি ছোপ রয়েছে এবং নাক ও পায়ে ছোট ছোট ফ্রেকলস দেখা যায়। চলতি সপ্তাহে আল ঘুরাইর সেন্টারের পেছনের বালুকাময় এলাকায় তাকে দেখা যায়। এটি নিখোঁজ হওয়ার পর থেকে পাওয়া সর্বশেষ নিশ্চিত অবস্থান।
এদিকে এলসিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে ১০ হাজার দিরহাম পুরস্কার ঘোষণা করেছে আবুধাবিভিত্তিক উদ্ধার সংস্থা র্যাড পজ আপ ফর পেটস। সংস্থাটির স্বেচ্ছাসেবকরা পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাড পজ আপ ফর পেটসের প্রতিষ্ঠাতা ট্রেসি হিউজেস রোববার গালফ নিউজকে জানান, গত ১৩ অক্টোবর এলসিকে নিয়ে যাওয়ার সময় একটি পোষা প্রাণী পরিবহনকারী প্রতিষ্ঠানের গাড়ি থেকে সে পালিয়ে যায়। তার অভিযোগ, গাড়িতে এলসিকে যথাযথভাবে রাখা হয়নি।
হিউজেস জানান, এলসির সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল। সেখানে তার দত্তক পরিবার, কানাডীয় এক দম্পতি ও তাদের তিনটি ছোট সন্তান এলসির অপেক্ষায় ছিলেন। পরিবারটি আগে আবুধাবিতে বসবাস করতেন এবং সেখান থেকেই এলসিকে দত্তক নিয়েছিলেন।
২০২৪ সালের মে মাসে এলসিকে দত্তক নেয় পরিবারটি। মাত্র আট সপ্তাহ বয়সে ভাঙা পা নিয়ে উদ্ধার করা হয়েছিল এলসিকে। গত ১৫ মাসে পরিবারের তিন সন্তানের সঙ্গে তার গভীর বন্ধন তৈরি হয়। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তার বিদেশযাত্রা বিলম্বিত হয়। এর মধ্যেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় এলসি।
উদ্ধারকর্মীরা আশা করছেন, সাম্প্রতিক এই দেখা যাওয়ার খবর এলসিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পথে বড় অগ্রগতি আনবে।
মন্তব্য করুন