কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:১০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ফের হুমকি বিলাওয়াল ভুট্টোর

বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন।বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এই দেশকে সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি পথ বেছে নেওয়ার হুংকার দিয়ে তিনি ওই পরিভাষা ব্যবহার করেন।

মঙ্গলবার (৬ মে) দেশটির জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ভারতসহ সারা বিশ্বকে স্পষ্ট করে জানাচ্ছি যে- সাম্প্রতিক পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ভারত তার নিজেদের অযোগ্যতার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিচ্ছে।

বিলাওয়াল বলেন, পাকিস্তান মাথা নত করে না। আমাদের জাতি সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তানের জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। অধিকৃত কাশ্মীরে রক্তপাত চলছে। সেখানে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চরমে পৌঁছেছে। ভারতকে কাশ্মীরিদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে।

তিনি আরও দাবি করেন, পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ এবং হুমকি ভিত্তিহীন। আমি বিশ্বের কাছে স্পষ্ট করতে চাই- পাকিস্তান নিজেই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার। আমরা সব ধরনের সন্ত্রাসের নিন্দা করছি এবং আমরা নিজেরাই এর শিকার।

পিপিপি চেয়ারম্যান আরও বলেন, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। শ্রীলঙ্কা এবং কানাডার মতো দেশে ভারত-সমর্থিত সন্ত্রাসের প্রমাণ রয়েছে। তিনি ভারত সরকারের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ করেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের মনে রাখা উচিত পাকিস্তানের জনগণ কারও কাছে মাথা নত করবে না। তাদের (ভারত) সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে হবে। যেকোনো আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তানের সামরিক বাহিনী জাতির পূর্ণ সমর্থন নিয়ে কঠোর জবাব দেবে।

এর আগেও বিলাওয়াল ভারতকে হুমকি দেন। সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিন্ধুতে কোনো বাঁধ দেওয়ার চেষ্টা করা হলে পাকিস্তান মোকাবিলা করবে। এ নদীতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

শীত বাড়বে রোববার থেকে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১০

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৪

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৫

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৬

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

১৮

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

১৯

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২০
X