কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মশার মতো ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান’

বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) জাতীয় পরিষদে এক ভাষণে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আর কোনো আগ্রাসন হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিলাওয়াল বলেন, আমরা তাদের পাঁচটি যুদ্ধবিমান মশার মতো ভূপাতিত করেছি। যদি তারা আবার হামলা করে, আমরা আরও বিমান ভূপাতিত করব।

এই সপ্তাহের শুরুতে ভারতের সীমান্তবর্তী হামলার কথা উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাগুলো রাতের আঁধারে চালানো হয়েছে। এটা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি বলেন, শুধু চোর এবং কাপুরুষরাই রাতে হামলা করে। ভারত নিরস্ত্র শিশুদের লক্ষ্যবস্তু করেছে। এটা সেই পুরনো যুগ নয় যখন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো এবং বিশ্ব তা বিশ্বাস করত। ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) একটি মর্মান্তিক ঘটনার পর দুই সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। আমাদের প্রধানমন্ত্রী তদন্ত করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারত সেই প্রস্তাব গ্রহণ করেনি বা কোনো প্রমাণও উপস্থাপন করেনি। বরং তারা হামলা চালানোর পথ বেছে নিয়েছে।

বিলাওয়াল দুই দেশের আকার ও শক্তির অসমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারত আকারে এবং জনসংখ্যায় বড়। এ অহংকারের বশে তারা কাজ করে। কিন্তু পাকিস্তানের স্থিতিস্থাপক জনগণ ভারতের চোখ খুলে দেবে। আমরা যুদ্ধের পক্ষপাতী নই। যদি আপনি আমাদের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা করেন, তাহলে প্রস্তুত থাকুন—পাকিস্তান জবাব দেবে।

এদিকে ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের ‌‘প্রতিটি রক্তের ফোঁটার’ প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ ছাড়া তিনি বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

শেহবাজ বলেন, ‘এটি সেই কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং নিজেকে আরও শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কীভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়। জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত “সহজে সারতে পারবে না”।’

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে “মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে”। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X