কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

কাশ্মীর হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল এমন আহ্বান জানান। বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ও জিওটিভি নিউজ এর বরাতে প্রতিবেদন প্রকাশ করে।

তিনি পেহেলগাম হামলার ঘটনায় স্বচ্ছ, ন্যায্য এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ করায় সাম্প্রতিক উত্তেজনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের ওপর জোর দেন তিনি।

দুই দেশের মধ্যে বিরোধের বর্তমান ইস্যু পেহেলগাম ঘটনায় কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি সহজেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করে দেন তিনি। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্ত না হলে এই অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

বিলাওয়াল বলেন, যদি এটি না ঘটে (আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ) তবে বিষয়টি একটি সীমিত সংঘর্ষে রূপ নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, বিমানবাহিনী বা অন্যান্য সামরিক খাতে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত রয়েছে। এমন সংঘর্ষ একটি পূর্ণ-মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

বিলাওয়াল যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পাকিস্তানের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জোর দেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম। ভারত ও পাকিস্তানের মধ্যে অতীতের যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, আমাদের আশা- এটি আবার ঘটবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন সুস্থ বিবেক প্রাধান্য পায়।

একটি বড় ধরনের সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিলাওয়াল বলেন, দুই দেশ পারমাণবিক শক্তিধর। আল্লাহ না করুন- যেন কোনো পারমাণবিক সংঘর্ষ না ঘটে।

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে। এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন।

বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না। সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

এপ্রিলে রিউমর স্ক্যানারের অনুসন্ধান / সবচেয়ে বেশি অপতথ্য প্রচারের শিকার যে রাজনৈতিক দল

জামায়াতকে হুমকি, সেই বিএনপি নেতাকে শোকজ

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কত?

নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা

শ্রমিকদলের সমাবেশে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ব্যাপক অংশগ্রহণ

রিউমর স্ক্যানারের অনুসন্ধান / ড. ইউনূসকে নিয়ে সর্বোচ্চ ভুল তথ্য প্রচার এপ্রিলে

স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীকে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি

১০

পাঁচ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত তামিম গ্রেপ্তার

১১

মে দিবসের র‍্যালিতে শ্রমিকদের দুগ্রুপের মারামারি

১২

এএসপি পদে বিবাহিতদের নিয়োগ না করার প্রস্তাব

১৩

কোন প্ল্যাটফর্মে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, জানাল রিউমর স্ক্যানার

১৪

ওয়ার্ড সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৫

ধান আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১৭

শেখ হাসিনা লাদেনের খালাতো বোন : রিজভী

১৮

দেড় হাজার প্রাক-প্রাথমিক স্কুলের জন্য সুখবর, তবে…

১৯

রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

২০
X