পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক অগ্রগতি ঘটেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দেওয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার আলী খান সোমবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে এই সম্মতি আদায় করেন। ইমরান খান চেয়েছেন, আলোচনা যেন গণমাধ্যমের বাইরে, শান্ত পরিবেশে হয়।
পিটিআই জানিয়েছে, এখন তারা আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে। দলটি মনে করে, আগের আলোচনাগুলো মিডিয়ার নজরে থাকায় ব্যর্থ হয়েছিল।
সূত্র জানায়, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর সমর্থন থাকুক, এমনকি তিনি সেনাপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকেও রাজি। সম্প্রতি ভারতীয় অভিযানের পর দেশজুড়ে রাজনৈতিক সমঝোতার দাবি বাড়ায় এ পদক্ষেপ সামনে এসেছে।
মন্তব্য করুন