পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণ আর ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি উপচে প্রায় দেড় হাজার গ্রাম প্লাবিত হয়েছে।
বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গম, চাল ও তুলার মতো গুরুত্বপূর্ণ ফসলও ডুবে গেছে। এতে খাদ্য নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
পাঞ্জাব সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু চেনাব নদীর পানিতে ৯৯১টি গ্রাম, সুতলেজে ৩৬১টি এবং রাভিতে ৮০টি গ্রাম তলিয়ে গেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এরই মধ্যে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
২০২২ সালের ভয়াবহ বন্যার পর এটিকে পাকিস্তানের সবচেয়ে বড় দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। সূত্র : ডন
মন্তব্য করুন