স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ সামনে রেখে ২৯ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এতে জায়গা করে নিয়েছেন তরুণ ক্লাউদিও এচেভেরি ও হটফর্মে থাকা ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ। তবে দলে রাখা হয়নি ডিফেন্ডার ফাকুন্ডো মেডিনা ও অভিজ্ঞ ফরোয়ার্ড আঞ্জেল করেয়াকে।

আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর রাতে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে, আর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে নামবে। আগের প্রাথমিক দলে থাকা মেডিনা ও করেয়াকে বাদ দিয়ে স্কালোনি নিশ্চিত করেছেন তার শিষ্যদের শেষ লড়াইয়ের তালিকা।

দলে থাকা সবচেয়ে অবাক করা নাম ব্রাজিলের পালমেইরাসে দুর্দান্ত সময় কাটানো ‘ফ্লাকো’ লোপেস। ২০২৫ মৌসুমে ইতোমধ্যেই ৪৬ ম্যাচে করেছেন ১৭ গোল। ভ্যালেন্টিন কাস্তেয়ানোসকে টপকে জায়গা পেয়ে প্রত্যাশিত স্বপ্ন পূরণ হলো তার। ডাক পাওয়ার পর লোপেস বলেন, ‘সত্যি বলতে আমি এত দ্রুত আশা করিনি। তবে অন্তরে সবসময় বিশ্বাস ছিল সুযোগ আসবেই। আমার একমাত্র চেষ্টা ছিল সেই সুযোগের জন্য প্রস্তুত থাকা।’

এদিকে বায়ার লেভারকুজেনে সদ্য যোগ দেওয়া তরুণ এচেভেরি দলে ডাক পেয়েছেন, যিনি এই ডাবলহেডার দিয়েই সিনিয়র দলে অভিষেকের স্বপ্ন দেখছেন। অন্যদিকে পোর্তোর হয়ে নিয়মিত খেলা মিডফিল্ডার অ্যালান ভারেলা জায়গা পেয়েছেন নিষিদ্ধ এঞ্জো ফার্নান্দেজের অনুপস্থিতি পূরণে।

তবে বাদ পড়া দুইজনই ছিলেন নিয়মিত মুখ। ফাকুন্ডো মেডিনা কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেছিলেন। লিসান্দ্রো মার্টিনেজ এখনো চোট কাটিয়ে না উঠলেও বামপায়ের সেন্টার-ব্যাক হিসেবে আর কাউকে জায়গা দেননি স্কালোনি। বাম ডিফেন্সে সুযোগ পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা ও তরুণ হুলিও সোলের।

অন্যদিকে আঞ্জেল করেয়া সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে মেক্সিকোর টাইগ্রেসে যোগ দিয়ে দুর্দান্ত শুরু করেছেন—আট ম্যাচে ছয় গোল। তবুও বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী এই তারকাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুলি (মার্সেই)

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), এনাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (মার্সেই), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজিকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালান ভারেলা (এফসি পোর্তো), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস)

ফরোয়ার্ড: ক্লাউদিও এচেভেরি (বায়ার লেভারকুজেন), ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিয়াল মাদ্রিদ), ভ্যালেন্টিন কার্বোনি (জেনোয়া), জুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাওতারো মার্টিনেজ (ইন্টার), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার অভাববোধ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক : দেবপ্রিয় ভট্টাচার্য

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে বড় নিয়োগ, এসসি পাসেই আবেদন

১৪ বছর পর অ্যাশেজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

১০

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

১১

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

১২

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

১৩

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

১৪

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

১৫

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

১৬

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

১৭

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১৮

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১৯

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X