কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

কারাগার থেকে সুসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনকে সামনে রেখে এ সুসংবাদ পেয়েছেন তিনি। ‍শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) মিটিংয়ে অংশ গ্রহণের অনুমতি দিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির নির্বাচন উপলক্ষে দলের নির্বাচন সংক্রান্ত বৈঠকে অংশ নিতে পারবেন তিনি। বর্তমানে ইমরান খান আদিয়ালা কারাগারে রয়েছেন।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব এ আদেশ দেন।

এর আগে তার আইনজীবীরা দলের সদস্য আসাদ কোরেইশি, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান, দোস্ত মোহাম্মদ খান, ইসতিয়াক মেহেরবানসহ অন্যদের সঙ্গে দলের নির্বাচনের কৌশল নিয়ে বৈঠকের সুযোগ চেয়ে আবেদন করেন। এরপর হাইকোর্ট এ আদেশ দেন।

এছাড়া আবেদনে আইনজীবীরা কারাগারে আদিয়ালা জেল সুপারকে তাদের সাথে আলোচনার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা চান।

নির্বাচন কমিশনের তপশিল অনুসারে পাকিস্তানে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইসরান খানও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে তিনি আলোচিত তোশখানা মামলায় কারাগারে থাকায় এবং নির্বাচনে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়ায় তার অংশগ্রহণের বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে এ পিটিশন তোলা হয়। এ সময় দলের আইনজীবীরা, আদিয়ালা কারাগারে সুপারেন্টেডেন্ট ও পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ‍উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আদালত বলেন, পিটিআইয়ের শীর্ষ নেতারা নির্বাচনের কৌশল ঠিক করতে ইমরান খানের সঙ্গে আলোচনা করতে চাইলে তা তারা করতে পারেন। আলোচনার জন্য পিটিআইয়ের প্রতিনিধি দল আদিয়ালা কারাগারে আলোচনার জন্য কারাগারে যেতে সাংবিধানিক কোনো বাধা নেই।

রায় ঘোষণার সময় বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব জানান, দলের বর্তমান চেয়ারম্যান গওহর খানের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে পারেন। তবে দলের শীর্ষ নেতারাই কেবল এ বৈঠকে অংশ নিতে পারবেন।

এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ‍ক্রিকেট ব্যাট ফিরিয়ে দিয়েছেন দেশটির একটি আদালত। ফলে আগামী নির্বাচনে দলীয় প্রতীক ব্যাট নিয়েই লড়াই করতে পারবে পিটিআই। নির্বাচনের আগমুহূর্তে আদালতের এই রায় ইমরান ও তার দলের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে।

গত মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের হাইকোর্ট পাকিস্তানের নির্বাচন কমিশনের গত সপ্তাহের আদেশ স্থগিত করে বলেছেন, ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যবহারে কোনো বাধা নেই।

পিটিআইয়ের আইনজীবী সৈয়দ আলী জাফর বলেছেন, পিটিআইয়ের প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে যে রায় দিয়েছিল তা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আমাদের প্রতীক পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২২ ডিসেম্বর সংবিধান মেনে না চলায় পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে দলীয় প্রতীক বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন। তবে পিটিআইয়ের দাবি, কারাবন্দি ইমরান খানকে নির্বাচনে দাঁড়ানো থেকে বিরত রাখতেই এই রায় দিয়েছে ইসি। ইসির এই রায়ের বিরুদ্ধে ‍আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানায় দলটি।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট হবে। পিটিআইয়ের অভিযোগ, তাদের একের পর এক হামলার টার্গেট বানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সালাহউদ্দিন আহমদ

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

১০

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১৪

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৫

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৭

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৮

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৯

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

২০
X