কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা জাহাঙ্গীর তারিনের পরিণতি

ইমরান খান ও জাহাঙ্গীর খান তারিন। ছবি : সংগৃহীত
ইমরান খান ও জাহাঙ্গীর খান তারিন। ছবি : সংগৃহীত

২০২২ সালের ১০ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন ইমরান খান। সেই সময় জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের নাটের গুরু ছিলেন ইমরান খানের এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন। ১৯৫৩ সালে আজকের বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেওয়া তারিনকে পিটিআইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা বলা হতো। দল ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে বনিবনা কমতে থাকে। এক সময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন কয়েক শ মিলিয়ন ডলারের মালিক জাহাঙ্গীর তারিন।

পাকিস্তানের চলতি নির্বাচনে ইস্তেহকাম পাকিস্তান পার্টির (পিপিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধনী এই রাজনীতিবিদ। হেভিওয়েট প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবেই তার দিকে দৃষ্টি ছিল সবার। নির্বাচনে তার শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী মালিক মোহাম্মদ আমির দুগার। স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনে অযোগ্য ঘোষিত ইমরানের দলীয় লোক হিসেবে আমির দুগারের পরিচিতি রয়েছে।

শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, এনএ-১৪৯ আসনে আমির দুগারের কাছে পরাজিত হয়েছেন হেভিওয়েট জাহাঙ্গীর খান তারিন। ভোট গণনায় আমির দুগার পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৬১৩ ভোট। অপরদিকে, জাহাঙ্গীর খান তারিন পেয়েছেন মাত্র ৫০ হাজার ১৬৬টি ভোট, যা আমির দুগারের প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিটিআইয়ের সমর্থকরা।

এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে ১০০টির বেশি আসনের ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, এ পর্যন্ত ১০৬টি আসনের মধ্যে ৪৭টিতে জয়লাভ করেছে পিটিআই।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর শুরু হয় ফলাফল ঘোষণা। পাকিস্তানের যেকোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

১২

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১৩

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১৪

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

২০
X