কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পদত্যাগের হিড়িক

(বাঁ থেকে) জাহাঙ্গীর খান তারিন, সিরাজুল হক ও পারভেজ খটক। ছবি : সংগৃহীত
(বাঁ থেকে) জাহাঙ্গীর খান তারিন, সিরাজুল হক ও পারভেজ খটক। ছবি : সংগৃহীত

নতুন সরকার গঠনের আগেই পাকিস্তানের রাজনীতিতে ভাঙন শুরু হয়েছে। নওয়াজ-বিলাওয়ালের মধ্যে জোট গঠন করা নিয়ে এক প্রকার সমঝোতা হলেও কে আগে প্রধানমন্ত্রী হবেন তা এখনো ঠিক হয়নি। এর মধ্যে দেখা দিয়েছে নতুন সংকট।

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে হতাশাজনক ফল করায় রাজনৈতিক ৩টি দলের প্রধানরা সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দুজন শুধু দলীয় প্রধানের পদ নয়, রাজনীতিও ছেড়ে দিয়েছেন।

এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের বা আইপিপি দলের প্রধান জাহাঙ্গীর খান তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তাদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক জানিয়েছেন, তারা আর রাজনীতি করবেন না।

ইমরান খানের দলের সাবেক নেতা জাহাঙ্গীর তারিন এবারের নির্বাচনে তার বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। পোস্টে জাহাঙ্গীর তারিন বলেন, তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছেন। সেই সঙ্গে রাজনীতিও ছাড়ছেন। তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।

এক্সে অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হক লেখেন, ‘নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে দলীয় প্রধানের পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখাওয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি।

ভোটে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠনে অন্যান্য দলের দ্বারে দ্বারে যেতে হচ্ছে নওয়াজের দলকে। এরই মধ্যে পিপিপির সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের সঙ্গেও পিএমএল-এনের প্রাথমিক সমঝোতা হয়েছে। এ ছাড়া পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জন স্বতন্ত্র প্রার্থীও নওয়াজের সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে তাদের সরকার গঠন করাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

সরকারের পাঁচ বছরের মেয়াদে নওয়াজের পিএমএল-এন তিন বছর ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি দুই বছর—এভাবে দুই ভাগে প্রধানমন্ত্রিত্ব চালাতে চান। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে

৪ সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, বজ্রবৃষ্টি পূর্বাভাস

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

১০

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

১১

এবার কোথায় বসবেন তারা

১২

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

১৩

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১৪

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

১৫

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১৬

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১৮

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৯

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

২০
X