কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এক হলেন নওয়াজ-বিলাওয়াল, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করেছে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করেছে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। ছবি : সংগৃহীত

বহু আলোচনা আর নাটকীয়তার পর অবশেষে সেনানিবাস নিয়ন্ত্রিত গণতন্ত্রের দেশ পাকিস্তানে সরকার গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছেছে প্রধান দুই রাজনৈতিক দল। ক্ষমতা ভাগাভাগি নিয়ে দীর্ঘ দর-কষাকষির পর অবশেষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রার্থী চূড়ান্ত করেছে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ইসলামাবাদ থেকে দেওয়া হয় এমন ঘোষণা। ফলে ইমরান খানকে কারাগারে রেখেই নতুন সরকার গঠন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটল।

পাকিস্তান পিপলস পার্টি তথা পিপিপি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ তথা পিএমএল-এন এর সমঝোতা অনুযায়ী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট হবেন বিলাওয়ালের বাবা ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল জানান, পিপিপি এবং পিএমএল-এন এখন পরবর্তী সরকার গঠনের অবস্থানে রয়েছে। এ সময় পাকিস্তানে চলমান সংকট থেকে জনগণকে মুক্তি দিতে পিপিপি ও পিএমএল-এন এর জোট সরকার সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিলাওয়াল। এ সময় বাবা আসিফ আলি জারদারিকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করায় পিএমএল-এনকে ধন্যবাদ জানান তিনি।

সমঝোতার পর পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ জানান, দুই দলের জোটের কারণে কেন্দ্রে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে তার দল। এ সময় জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মতো প্রয়োজনীয় সংখ্যক ভোটও জোটের রয়েছে বলে জানান শাহবাজ। পাশাপাশি পরবর্তী সরকারের থাকা মিত্র দল মুত্তাহিদা কাওমি মুভমেন্ট পাকিস্তান ও পাকিস্তান মুসলিম লীগ-কায়েদকে ধন্যবাদ জানান পিএমএল-এন সভাপতি।

বিলাওয়াল জানান, শুধু পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন পিপিপি চেয়ারম্যান।

এদিকে পিএমএল-এন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করেছে দলটি। এ সময় জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে বলেও দাবি করে দলটি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাণে সর্বোচ্চ ৯২টি আসন পায় পিটিআইয় সমর্থিত স্বতন্ত্ররা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পায় পিএমএল-এন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পায় পিপিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X