কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের নির্বাচন

পিটিআইয়ের আবেদন গ্রহণ, ৩ আসনে ফল বাতিল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পাকিস্তানের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রাজনৈতিক দলগুলোর। এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগে আসনও ছেড়ে দিয়েছেন একাধিক প্রার্থী। বিষয়টি স্বীকারও করেছেন রাওয়ালপিন্ডি কমিশনার। এবার দেশটিতে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীদের আবেদন গ্রহণ করে তিন আসনের ফল বাতিল করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নির্বাচন কমিশনের প্রকাশ করা তিন আসনের ফল ইসলামাবাদ হাইকোর্ট বাতিল করেছেন। এ ৩টি আসন হলো- সংসদীয় আসন এনএন-৪৬, ৪৭ ও ৪৮।

আদালতে পিটিআই সমর্থিত প্রার্থী আমির মোঘল, সোয়াইব শাহিন এবং মোহাম্মদ আলি বুখারি নির্বাচন কমিশনের ফলাফলের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। নির্বাচন কমিশন এসব আসনে আঞ্জুম আকিল খান, তারিখ ফজল চৌধুরী ও রাজা খুররম শাহজাদ নওয়াজকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন।

আদালতে পিটিশন দাখিলের আগে ১০ জানুয়ারি পাকিস্তান নির্বাচন কমিশনে চ্যালেঞ্জ করেন প্রার্থীরা। তবে কমিশন স্থিতিবস্থা দিয়ে ১১ ফেব্রুয়ারি এসব আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে।

ডন জানিয়েছে, আজ আদালতে শুনানি চলাকালে আদালত স্বতন্ত্র প্রার্থীদের পিটিশন গ্রহণ করেছেন। এসব আসনে নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে।

এর আগে জিও নিউজ জানায়, কারচুপির অভিযোগ মাথা পেতে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলি চাথা। শনিবার লিয়াকত আলি বলেন, রাওয়ালপিন্ডির জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোটে কারচুপি হয়েছে। এ কাজে তিনি সহায়তা করেছেন। এ জন্য বিবেকের তাড়নাবোধ থেকে পদত্যাগ করেছেন।

রাওয়ালপিন্ডি বিভাগে ১৩টি জাতীয় পরিষদ আসন এবং ১৭টি প্রাদেশিক পরিষদ আসন রয়েছে। এসব আসনের মধ্যে জাতীয় পরিষদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীরা ১১টি আসনে নির্বাচিত হয়েছেন। বাকি দুটির একটিতে একজন স্বতন্ত্র এবং অন্যজন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রাদেশিক পরিষদের ২৭টি আসনের মধ্যে ১৫টি পিএমএল-এন এবং ১১টি আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

লিয়াকত আলি বলেন, এই অন্যায়ের পেছনে কে জড়িত, তা কারও অজানা নয়। জাতীয় পরিষদের ১৩ জন প্রার্থী হেরে যান। কিন্তু তাদের ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করতে আমাদের বাধ্য করা হয়েছে।

তবে রাওয়ালপিন্ডির কমিশনারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। সংস্থাটি বলছে, কমিশনের কোনো কর্মকর্তা নির্বাচনের ফল পরিবর্তনের কোনো নির্দেশ দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১০

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১২

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৩

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৪

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৫

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৬

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৭

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৮

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৯

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

২০
X