অন্যান্য যে কোনো বছরের চেয়ে এবারের ‘শান্তি নোবেল’ বেশ আলোচনায়। এর পেছনে অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক আগে থেকেই এই পুরস্কার দাবি করে আসছেন তিনি। এবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল অর্জন নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি ওবামার বিরুদ্ধে ‘কিছু না করার’ অভিযোগ এনেছেন এবং তাকে ‘দেশকে ধ্বংস করার’ জন্য দায়ী করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নিজের কৃতিত্ব তুলে ধরে গাজায় শান্তি নিশ্চিত করা এবং ৮টি যুদ্ধ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ অর্জনের কথা দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। জোর দিয়ে তিনি জানান, কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি।
ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা পেয়েছিলেন কিছু না করেই। ওবামা একটি পুরস্কার পেলেন—তিনি এমনকি জানতেনও না—তিনি নির্বাচিত হলেন। তারা ওবামাকে এটা দিয়েছিল একেবারে কিছুই না করার জন্য, তিনি শুধু আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া (কিছু করেননি)।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সদ্য স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তিকে নিজের অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের কাছে যুদ্ধের সমাপ্তি টানার ক্ষেত্রে নিজের অবদানের কথা আরও একবার জোর দিয়ে বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা এর আগে কখনো ঘটেনি। কিন্তু তাদের (নোবেল কমিটির) যা করার তা তারা করবে। তারা যা করবে তা ঠিক আছে। আমি এটা জানি। আমি এর (নোবেল) জন্য এটা করিনি, আমি এটা করেছি কারণ আমি বহু মানুষের জীবন বাঁচিয়েছি।’
এর আগে ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান বারাক ওবামা।
এদিকে নরওয়ের অসলোতে গ্রিনিচ মান সময় শুক্রবার ৯টায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। জানুয়ারি মাসে ওভাল অফিসে প্রত্যাবর্তনের পর থেকে নোবেল কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য ট্রাম্পের প্রচার সুস্পষ্ট ও প্রকাশ্য। যেখানে নোবেল কমিটি প্রার্থীদের পর্যালোচনার জন্য অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের মতামতের ওপর নির্ভর করে।
মন্তব্য করুন