কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

মার্কিন সিনেট। ছবি: সংগৃহীত
মার্কিন সিনেট। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস করা হয়েছে। ২০২৬ অর্থবছরের জন্য এ বিল পাস করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলোর পাশাপাশি মার্কিন সামরিক ক্ষমতার ওপর কংগ্রেসের নজরদারি বজায় রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামের এই বিলটি বুধবার সিনেটে ৭৭-২০ ভোটে অনুমোদিত হয়। এর আগে গত মাসে প্রতিনিধি পরিষদে পাস হওয়া একই বিল গ্রহণ করা হয়। এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

বিলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্যোগে, কিছু রিপাবলিকানের সমর্থনে, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিল অনুযায়ী, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়া এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে—এমন সিদ্ধান্ত ছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো যাবে না। বর্তমানে ইউরোপে সাধারণত ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন সেনা মোতায়েন থাকে। একইভাবে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা সংখ্যা ২৮ হাজার ৫০০-এর নিচে নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

কংগ্রেস ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় ৮০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। এ অর্থ আগামী দুই বছরে প্রতি বছর ৪০০ মিলিয়ন ডলার করে ছাড় করা হবে। পাশাপাশি ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে আরও বছরে ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এটি ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিলটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দিয়েছে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবিলায় তাইওয়ান সিকিউরিটি কো-অপারেশন ইনিশিয়েটিভের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

বিলে ইসরায়েলের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন করা হয়েছে, যার মধ্যে আয়রন ডোমসহ যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির অর্থায়ন রয়েছে। এ বিষয়ে কংগ্রেসে দীর্ঘদিন ধরেই দ্বিদলীয় সমর্থন রয়েছে।

এনডিএএ মার্কিন সামরিক কার্যক্রমে রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা বাড়িয়েছে। বিশেষ করে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে চোরাচালান ও মানবপাচার সন্দেহে চালানো হামলা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কংগ্রেসকে বিস্তারিত তথ্য দিতে হবে বলে বিলে ‍উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার ভিডিও ফুটেজ সরবরাহের বিষয়েও চাপ বাড়ানো হয়েছে। গত সেপ্টেম্বরে এমন এক হামলায় দুজন নিহত হওয়ার পর থেকেই নজরদারি জোরদারের দাবি ওঠে।

বিলটি ২০০৩ সালের ইরাক যুদ্ধের অনুমোদন এবং ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের অনুমোদন বাতিল করেছে। উভয় দলের সমর্থকদের মতে, এতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানের ঝুঁকি কমবে। এ ছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে। সমর্থকদের মতে, এতে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলুন সহজে

বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান 

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সে অ্যাশেজ হারের শঙ্কায় ইংল্যান্ড

মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

জেআইসিতে গুম-নির্যাতন / ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১৩ জনের বিচার শুরু

কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

এনসিপি নেত্রী রুমীর মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন

বার্ড ফ্লু নিয়ে বিজ্ঞানীদের ভয়ংকর সতর্কবার্তা

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

১০

না খেয়ে থাকলে কি ওজন কমে!

১১

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

১২

নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে রোভারদের পাঁচ দিনের উৎসব

১৪

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ 

১৫

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

১৬

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

১৮

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় প্রয়োজনে আন্দোলন করতে হবে : গভর্নর

১৯

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

২০
X