

বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাকিব হাওলাদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকীতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারে ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুমকীর থানার ওসি সেলিম মাহমুদ বলেন, আমরা রাতেই নিখোঁজ সংবাদ পেয়ে সাকিবের মোবাইল লোকেশন ট্র্যাকিং করেছি। রাত ৮টার দিকে পটুয়াখালী দেখা গেছে তবে এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, সকালে সাকিবের মা-বাবা থানায় আসছিল সাধারণ ডায়েরি করার। এর মধ্যে খবর আসে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বাকেরগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ রাখছি।
মন্তব্য করুন