দ্বিতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘স্টার্টআপ বাংলাদেশ সামিট-২০২৪’। ‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আসর। আইসিটি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ এই সামিট আয়োজন করছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সামিট নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ পর্ষদের চেয়ারম্যান সামসুল আরেফিন, উইন্ডমিল অ্যাডভার্টাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, কম্যুনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, আমি প্রবাসী লিমিটেডের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা নামির আহমেদ নুরি।
বিস্তারিত জানা যাবে https://www.startupsummit.gov.bd/ এই লিংকে।
‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’ ইভেন্টটিতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে প্রিমিয়াম স্পন্সর মাস্টারকার্ড, সিগনেচার স্পন্সর সুইস অ্যাম্বাসি, কম্যুনিকেশন পার্টনার মাইন্ডশেয়ার, ইভেন্ট পার্টনার উইন্ডমিল, ইকোসিস্টেম ইন্যাবলার পার্টনার ইয়ুথ কো:ল্যাব, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল, নলেজ পার্টনার লাইটক্যাসেল এবং রেজিস্ট্রেশন পার্টনার সহজ সম্পৃক্ত আছে।