জীবনে কোনোদিন নিজে থেকে শেয়ারবাজারে কোনো ট্রেড করেননি বলে দাবি করেছেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে করা সংবাদ সম্মেলেনে এ দাবি করেন তিনি।
সাকিব আল হাসান বলেন, ‘আমার জীবনে আমি যখন কোনো ট্রেডই নিজে থেকে করিনি, তখন স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ, তা আমার জন্য দুঃখজনক।’
অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন নিজের বিরুদ্ধে হওয়া মামলার প্রাসঙ্গিকতা নিয়ে। তিনি বলেন, একটি হত্যা মামলা হয়েছে, সবারই অধিকার আছে। কিন্তু মামলার ধরন সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাকিব আল হাসান ছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তাকে আদাবরে পোশাককর্মী হত্যা মামলার আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে নিজ থেকেই কথা বলেছেন শেয়ারবাজার কারসাজি নিয়ে। এক্ষেত্রে তাকে ৫০ লাখ টাকার জরিমানা করা হয়েছে। এ নিয়ে অলরাউন্ডার সাকিবের বক্তব্য, ‘মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশ বা বাইরের জন্য। কারণ বাইরের মানুষ যখন কথা বলবে, তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে।’