শেখ হারুন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন

একনেকে উঠছে ১৮ প্রকল্প
গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন

আসছে জাতীয় নির্বাচন। বর্তমান সরকারের চলতি মেয়াদে হাতে সময় খুব কম। এমন পরিস্থিতিতে জাতীয় জনপ্রতিনিধিদের এলাকাভিত্তিক জনপ্রতিশ্রুতি পূরণে বাড়ছে চাপ। এ অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে পরিকল্পনা কমিশনে অবকাঠামো উন্নয়নের প্রস্তাবের স্তূপ পড়েছে। এ কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প প্রস্তাবই গুরুত্ব পাচ্ছে বেশি।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার চলতি অর্থবছরের চতুর্থ একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এই সভায় অনুমোদনের জন্য ১৮টি প্রকল্প প্রস্তাব তোলা হবে। এর মধ্যে ১৩টিই হলো দেশের বিভিন্ন এলাকার সড়ক, সেতু, কালভার্ট, ফুটপাত এবং ড্রেনেজ ব্যবস্থা, ভবনসহ নদী রক্ষার মতো অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন সংক্রান্ত। একনেক সভার নোটিশ পর্যালোচনা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্রমতে, পরিকল্পনা কমিশন নতুন ও সংশোধিত মিলে এই ১৮টি প্রকল্প যাচাই-বাছাই করে একনেকে অনুমোদনের জন্য চূড়ান্ত করেছে। এর পাশপাশি একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হবে। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত সাতটি প্রকল্প একনেক সভাকে অবহিত করা হবে।

অবকাঠমো উন্নয়নের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন) [প্রথম সংশোধিত], ফেনী (মোহাম্মদ আলী বাজার)-ছাগলনাইয়া-করেরহাট সড়ক (ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়ক) (জেড-১০৩১) প্রশস্তকরণ এবং ফেনী নদীর ওপর শুভপুর সেতু নির্মাণ, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনবার্সন ও পুনঃনির্মাণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন।

স্থানীয় সরকার বিভাগের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর গুদারাঘাটের কাছে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল ব্রিজ নির্মাণ (প্রথম সংশোধিত), গাজীপুর সিটি করপোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন (রাস্তা ও ড্রেন) (তৃতীয় সংশোধিত) এবং রায়েরবাজার এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প। আইন ও বিচার বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত মাজার মসজিদ নির্মাণ, নৌপরিবহন মন্ত্রণালয়ের মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল এবং কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির সঞ্চালন অবকাঠামো উন্নয়ন, হাতিয়া দ্বীপ, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন (প্রথম সংশোধিত)। শিল্প মন্ত্রণালয়ের সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ (তৃতীয় সংশোধিত), পানি সম্পদ মন্ত্রণালয়ের মেঘনার শাখা নদীর ভাঙন থেকে হিজলা উপজেলাধীন-পুরোনো হিজলা, বাউশিয়া ও হরিনাথপুর এলাকা রক্ষা এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীরের ভাঙন থেকে মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকা রক্ষা প্রকল্প। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন, কৃষি মন্ত্রণালয়ের কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ এবং স্থানীয় সরকার বিভাগের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন)-দ্বিতীয় পর্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প।

১৮টি প্রকল্পের বাইরেও পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (দ্বিতীয় সংশোধিত), বিদ্যুৎ বিভাগের রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন (প্রথম সংশোধিত) এবং রাজশাহী বিভাগ বিতরণ লাইন ও উপকেন্দ্রের সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প (প্রথম সংশোধন), স্থানীয় সরকার বিভাগের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) (প্রথম সংশোধিত) অসমাপ্ত রেখে সমাপ্তকরণ প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র (তিনটি) এর সক্ষমতা বৃদ্ধি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশের ৫০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন (দ্বিতীয় সংশোধিত), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আকলিমা খাতুন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পাইকগাছা, খুলনা স্থাপন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পগুলো একনেক সভায় অবহিত করা হবে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ (তৃতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের মেয়াদ বৃদ্ধি প্রস্তাব একনেককে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

সাদাপাথরে যে সৌন্দর্য ফিরবে না আর

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

১০

তাহসানের সংগীতের রজতজয়ন্তী পালন হবে অস্ট্রেলিয়ায় 

১১

পাকিস্তানের বিপক্ষে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন মোদি

১২

১ সেপ্টেম্বর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৪

ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

১৫

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

১৬

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

১৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

১৮

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

১৯

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

২০
X