ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

বাঁ থেকে- রফিকুল ইসলাম জামাল ও ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- রফিকুল ইসলাম জামাল ও ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপ্রাপ্ত জামালের প্রতি সমর্থন জানিয়ে এ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য আলোচিত ড. ফয়জুল হক তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ঝালকাঠি-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রফিকুল ইসলাম জামাল সাহেবকে নির্বাচনের মাঠে আন্তরিক স্বাগতম জানাই। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজাপুর-কাঁঠালিয়াবাসী তাদের পছন্দের এমপিকে বেছে নেবেন এই প্রত্যাশা করি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একই আসনের প্রার্থী হিসেবে প্রিয় সম্মানিত জনসাধারণকে আশ্বস্ত করে বলতে চাই, এই আসনে কোনো সন্ত্রাস, নৈরাজ্য কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শান্তির রাজাপুর-কাঁঠালিয়া গড়ে তুলতে প্রয়োজন হলে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও ঐক্যবদ্ধ।

সব ধরনের নৈরাজ্য বন্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজাপুর-কাঁঠালিয়া নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। আসুন, সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ রাজাপুর-ঁকাঠালিয়া গড়ে তুলি।

বিএনপির মনোনয়ন পেয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, আমরা বিশ্বাস করি, দলের জন্য যারা ত্যাগ করেছি, মাঠে ছিলাম, মানুষের গণতন্ত্র উদ্ধার করার জন্য মাঠে সবসময় কাজ করেছি তাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আরেকটা দায়িত্ব দিয়েছেন। এ দেশের মানুষের জন্য গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র চাই। আমি এমন একটি দলের অংশ হতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার একজন সৈনিক হিসেবে আমার অবদান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১০

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১১

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১২

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১৩

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১৪

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১৫

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৬

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৭

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৮

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৯

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

২০
X