কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

নিহত ফরিদুল আলম। ছবি : সংগৃহীত
নিহত ফরিদুল আলম। ছবি : সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়া খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি নেতা রহুল কাদের বাবুল কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই কালারমারছড়া ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদের মৃত্যু হয়েছে। ফরিদ খবরটি শোনার সঙ্গে সঙ্গেই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। তাদের কথায়, ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন স্থানীয় বিএনপির নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থীতা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন।

এদিকে ফরিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করছেন। তারা বলছেন, ফরিদের মৃত্যু শুধু পরিবার নয়, ইউনিয়ন বিএনপির জন্য এক বড়ো ক্ষতি।

এ বিষয়ে বিএনপি নেতা রহুল কাদের বাবুল জানান, তিনি বিএনপির ত্যাগী নেতা ছিলেন। অবশ্য কিছুদিন আগে তিনি স্ট্রোক করে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন। আজ প্রিয় নেতা আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিতের খবরে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস করতে গিয়ে দ্বিতীয়বার স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাতিল ১৩ হাজারের বেশি ফ্লাইট

মা-শিশুর পাশাপাশি দাফন, কারাফটকে শেষ দেখা

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত : প্রণয় ভার্মা

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

১০

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

১১

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

১২

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

১৩

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১৪

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১৫

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৭

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৮

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৯

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

২০
X