

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে এরই মধ্যে ১৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগে বেপজার সঙ্গে চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মিজ ইয়াং ইয়ানমেই চুক্তি স্বাক্ষর করেন। গত সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা জানায়, চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগে কারখানা স্থাপনের ফলে ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মন্তব্য করুন