কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। ছবি : কালবেলা
ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। ছবি : কালবেলা

ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অন্যায়-অনৈতিকতার সাথে কোনো আপস নয়। যারা অন্যায় করে, দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে মানুষের অধিকার হরণ করে— তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজনীতি আমার কাছে ব্যবসা নয়, এটি আমার ইবাদত।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ডের আলকাতরার মোড় থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির সূচনা করে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে জনতার ঢল

সাইফুল হকের নেতৃত্বে গণসংযোগটি আলকাতরার মোড় থেকে শুরু হয়ে টিএনটি কোয়ার্টার, তিব্বতের মোড়, পুনরায় আলকাতরার মোড়, ১৪ নম্বর ট্রাক স্ট্যান্ড, সিএসডি গোডাউন মোড়, বিজি প্রেস কোয়ার্টার হয়ে সাতরাস্তা ও ট্রাক স্ট্যান্ড এলাকায় শেষ হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা-দুর্ভোগের কথা শোনেন।

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি

পথসভা ও মতবিনিময়কালে সাইফুল হক বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল ও ট্রাক স্ট্যান্ড এখন চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শ্রমিক, চালক, ছোট ব্যবসায়ী— সবাই সিন্ডিকেটের কাছে জিম্মি। আমি নির্বাচিত হলে এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব।’

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরের রাজনৈতিক জীবনে আমি স্বচ্ছতা ও নীতির সঙ্গে রাজনীতি করেছি। মানুষের অধিকার রক্ষাই আমার একমাত্র লক্ষ্য।’

ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি

সাইফুল হক জানান, এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি স্থানীয় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বকে সম্পৃক্ত করবেন।

তিনি বলেন, ‘প্রতিটি এলাকার ইমাম, মুয়াজ্জিম, শিক্ষক এবং অন্যান্য ধর্মের নেতাদের সর্বোচ্চ গুরুত্ব দেব। তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করব।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নুরুল হক নুরু, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি শাহ আলম রাজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, আবু তাহের কোরাইশী, রহমত উল্লাহ, ইন্জিনিয়ার মাসুদ, রাজিব আহমেদ আক্তার, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মজিবর রহমান, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, মো.মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

পরিবর্তনের অঙ্গীকার

শেষে সাইফুল হক বলেন, ‘ঢাকা-১২ হবে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ন্যায্যতার এলাকা। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমি নির্বাচনে এসেছি। অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।’ তিনি তেজগাঁও স্ট্যান্ড বহুতলা বিশিষ্ট পার্কিং করার পদক্ষেপ গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। তার এই দৃঢ় অবস্থান স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

১০

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

১১

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

১২

নৌপুলিশ বোটে আগুন

১৩

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৪

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১৫

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৮

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১৯

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

২০
X