ব্যাংকের মাধ্যমে ইনস্যুরেন্স সেবা দিতে যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মেটলাইফ ইন্স্যুরেন্স। রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির আলোকে মেটলাইফের তিনটি পণ্যসেবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের জন্য চালু করা হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ব্যাংকাস্যুরেন্স চালু করছে দুই বিদেশি প্রতিষ্ঠান।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশে সিইওর দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ব্যাংকাস্যুরেন্সের পক্ষে কাজ করছি। কারণ স্থানীয়ভাবে ইন্স্যুরেন্স মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৪১ শতাংশ, যা বীমা খাতের অপার সম্ভাবনা নির্দেশ করে।
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী আলা আহমদ বলেন, ব্যাংকাস্যুরেন্স আর্থিক নিরাপত্তার একটি কার্যকর পদ্ধতি হিসেবে আবির্ভূত হবে। কারণ, এটি ব্যাংকের গ্রাহকদের জন্য মেটলাইফের বিশ্বস্ত বীমার সুরক্ষা নিয়ে জীবনের নানা পরিকল্পনা বাস্তবায়ন করা আরও সহজ করবে।