বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে লাফার্জহোলসিমের। কোম্পানিটি জানিয়েছে, এ সময় তাদের প্রবৃদ্ধি হয়েছে ৬৬ শতাংশ। পাশাপাশি এপ্রিল-জুন প্রান্তিকে নিট বিক্রি বেড়েছে ৩৪ শতাংশ। একই সময়ে পরিচালন মুনাফা ৬৮ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৭ মিলিয়ন টাকা দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, হিসাব বছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির মুনাফা বেড়েছে ৬৬ দশমিক ৩১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ৪১ পয়সা ৩৮ দশমিক ৬৮ শতাংশ। এদিকে অর্ধবার্ষিক প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ১ টাকা ২৪ পয়সা বা ৬৬ দশমিক ৩১ শতাংশ। লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরীর বলেন, কোম্পানির সংশ্লিষ্টদের দায়বদ্ধতা ছাড়া এ অর্জন সম্ভব ছিল না। কোম্পানির উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।
মন্তব্য করুন