ইতালির সিংক টেরে ন্যাশনাল পার্কের এ রাস্তাটির নাম ‘ভায়া দেল আমোর’। যার বাংলা অর্থ ‘ভালোবাসার পথ’। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক হাঁটার পথ বলে একে অভিহিত করা হয়। পাঁচটি গ্রামের পাশ দিয়ে গেছে এ পথটি। এটি বেশ জনপ্রিয় হাইকিং পাথ। ২০১২ সালে এক ভূমিধসের পর এটি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১০ বছরের সংস্কারের পর আগামী ৩০ সেপ্টেম্বর এ পথের একটি অংশ খুলতে যাচ্ছে। আর ২০২৪ সালের জুলাইয়ে সম্পূর্ণ পথটি আবার চালু হবে - সিএনএন
মন্তব্য করুন