ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষই ভারতের আসল মালিক। পাহাড় ও সমতল সব জায়গায় তাদের সমঅধিকার দেওয়া উচিত। রাহুল রোববার কেরালার ওয়েনাডে একটি হাসপাতালে বিদ্যুৎসেবা উদ্বোধনকালে এক অনুষ্ঠানে এ কথা বলেন। খবর এএনআই।
রাহুল বলেন, আমি ভারতজুড়ে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের বলা হয় ‘আদিবাসী’, যার অর্থ জমির প্রকৃত মালিক। অথচ জমির প্রকৃত মালিক এ ভাইবোনদের তাদের প্রকৃত অধিকার থেকে যুগের পর যুগ বঞ্চিত রাখা হয়েছে। তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। তাদের চিন্তার অধিকার থাকা উচিত। তারা যা চায়, সেটিকে সম্মান দেখানো উচিত। তাদের সন্তানদেরও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও ব্যবসায়ী হওয়ার অধিকার রয়েছে।
পরে রাহুল গান্ধী তার এমপি ফান্ড থেকে ওই হাসপাতালে ৫০ লাখ রুপি প্রদান করেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এমপি পদ ফিরে পাওয়ার পর রাহুল গান্ধীর এটিই প্রথম নিজ নির্বাচনী এলাকা সফর। ওয়েনাড সফরকালে রাহুল স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন