বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ
তোশাখানা দুর্নীতি মামলা

ইমরানকে দণ্ড দেওয়া বিচারক ওএসডি

ইমরানকে দণ্ড দেওয়া বিচারক ওএসডি

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া বিচারক হুমায়ুন দিলাওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। গত শুক্রবার নতুন পদ সৃষ্টি করে তাকে ওএসডি হিসেবে নিয়োগ দেন আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক। খবর দ্য ডন ও জিও নিউজের।

বিচারক হুমায়ুন জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরানের বিরুদ্ধে রায় দেওয়ার পর থেকেই তাকে ও তার পরিবারকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি অন্য যে কোনো জায়গায় বদলির আবেদন করেন। বিশেষ করে জুডিশিয়াল কমপ্লেক্স জি-১১ ভবনে অবস্থিত বিশেষ আদালত বা ইসলামাবাদ হাইকোর্টে বদলি করার জন্য বলেন।

আবেদনে তিনি লেখেন, বিচার প্রক্রিয়া চলার সময় বিশেষ করে রায় দেওয়ার পর আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু হয়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গুরুতর হুমকি আসতে থাকে। এমনকি আমার গ্রামের বাড়িতেও পরিবারের সদস্যরা পাকিস্তানের বাইরে থেকে হুমকি পেয়েছে। আমার এবং পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ ক্যাম্পেইন শুরু হয়। এসব কারণে তার সন্তানরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না এবং অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

এই বিচারক আরও লেখেন, ইমরানের বিরুদ্ধে রায় দেওয়ার পরই একটি অফিসিয়াল সফরে ব্রিটেনে যান তিনি। সেখানে হাল বিশ্ববিদ্যালয়ে আইনবিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। ওই বিশ্ববিদ্যালয়ে যখন যান, তখন প্রবাসী পাকিস্তানিরা তাকে হেনস্তা করেন।

এদিকে, তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই নেতার সাজা স্থগিতের ওপর শুনানি করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ। শুনানির শুরুতে আইএইচসির প্রধান বিচারপতি বলেন, সাজা স্থগিতের আবেদন এখন সূক্ষ্ম পর্যায়ে রয়েছে। দায়রা জজ আদালত যা করেছেন, তা আমরাও করতে পারি। কিন্তু আমরা তেমনটি করব না। রায়ের বিষয়ে দায়রা জজ আদালত ভুল করেছেন উল্লেখ করে বিচারপতি ফারুক বলেন, আমরা ২৮ আগস্ট পর্যন্ত মামলার শুনানি স্থগিত করছি। কেউ না এলেও আমরা সিদ্ধান্ত ঘোষণা করব।

এর আগে গত বুধবার পৃথক আরেক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছিলেন, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানের বিরেুদ্ধে দেওয়া রায়ে গুরুতর ত্রুটি রয়েছে। জেলা ও দায়রা জজ আদালত তাড়াহুড়ো করে এক দিনেই রায় ঘোষণা করেছিলেন।

গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পিটিআইর এ নেতাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত শতকের সত্তরের দশকে পাকিস্তানের সরকারি একটি বিভাগ হিসেবে তোশাখানা প্রতিষ্ঠা করা হয়। নিয়ম অনুযায়ী এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনপ্রণেতা, সরকারি কর্মকর্তাদের বিদেশি রাষ্ট্রপ্রধান ও অন্য বিশিষ্টজনের দেওয়া সব উপহার জমা দিতে হয়। যারা এসব উপহার পান, তারা ইচ্ছা করলে পরে এগুলো নামমাত্র মূল্যে কিনে নিতে পারেন।

তবে তোশাখানা থেকে কোনো উপহার কিনে নেওয়ার পর তা অন্য কারও কাছে বিক্রি করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় আইনে। ইমরানের বিরুদ্ধে তোশাখানা বিতর্কের শুরু হয় ২০২১ সালে। ওই সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশিদের দেওয়া বিভিন্ন উপহার নামমাত্র মূল্যে কিনে নেন। পরে তারা সেসব উপহার বেশি দামে বিক্রি করে দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ইমরান তোশাখানা থেকে যে উপহারগুলো কিনে নিয়েছিলেন, তার বিবরণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে এ কাজ করেন ও উপহার বিক্রি থেকে তিনি মোটা অঙ্কের টাকা আয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১০

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১১

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১২

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৩

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৪

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৫

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৬

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৮

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

২০
X