বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

এবার ঘরের ‘শত্রু দমনে’ ইরান

অভিযানে গ্রেপ্তার ৭ শতাধিক
এবার ঘরের ‘শত্রু দমনে’ ইরান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরানের কর্তৃপক্ষ গণগ্রেপ্তার, মৃত্যুদণ্ড ও সামরিক বাহিনী মোতায়েনের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার দিকে মনোযোগ দিয়েছে। এসব ঘটনার অধিকাংশই ঘটছে দেশটির অশান্ত কুর্দিস্তান অঞ্চলে বলে জানিয়েছেন কর্মকর্তারা ও আন্দোলনকারীরা। তারা রয়টার্সকে জানান, ১৩ জুন ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনীগুলো রাস্তায় চেকপয়েন্টগুলোকে ঘিরে অবস্থান জোরদার করে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে।

ইসরায়েলের হামলার সময় ইরানের ২০ শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও জেনারেলকে হত্যা করা হয়। হামলা হয় পারমাণবিক ও বৈজ্ঞানিক স্থাপনায়। এসব ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে তাদের কিছু এজেন্ট সহায়তা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। যুদ্ধ শেষে ওইসব এজেন্ট ধরতে তৎপর হয় ইরানের নিরাপত্তা বাহিনী। এ অভিযোগে এ পর্যন্ত ৭০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।

ইরানে হামলার পর ইসরায়েলের অনেকে ও ইরানের নির্বাসিত সরকারবিরোধী গোষ্ঠীগুলো আশা করেছিল, ইরানের রেভল্যুশনারি গার্ড ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ইরানজুড়ে ব্যাপক গণঅভ্যুত্থান দেখা দেবে ও বিক্ষুব্ধ জনতা দেশটির ইসলামিক শাসন ব্যবস্থার অবসান ঘটাবে। কিন্তু বাস্তবে সেরকম কিছু হয়নি।

এ নিয়ে রয়টার্স সরকারি নীতি নিয়ে ক্ষুব্ধ অনেক ইরানির সঙ্গে কথা বলেছে যারা মনে করেন, এসব নীতিই দেশকে ইসরায়েলি হামলার দিকে নিয়ে গেছে; কিন্তু দেশজুড়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ এ সময় দেখা যায়নি। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়গুলো সম্পর্কে অবহিত এক ঊর্ধ্বতন ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ সম্ভাব্য অভ্যন্তরীণ অস্থিরতার হুমকির দিকে নজর দিয়েছে, বিশেষ করে কুর্দি এলাকাগুলোয়।

ওই কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা, জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও নির্বাসিত সরকারবিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদীন অর্গানাইজেশনের বিষয়ে উদ্বিগ্ন হয়ে আছে। পিপলস মুজাহিদীন অর্গানাইজেশন এর আগে ইরানের বেশ কয়েকটি হামলা পরিচালনা করেছিল। ইসরায়েলি হামলার পর থেকে দেশটির আন্দোলনকারীরা প্রায় নিশ্চুপ হয়ে আছেন।

২০২২ সালের গণআন্দোলনের সময় কারান্তরীণ তেহরানের এক অধিকার আন্দোলনকারী বলেন, ‘শাসক গোষ্ঠী এ পরিস্থিতিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে এমন বাস্তব উদ্বেগ থাকায় আমরা এখন অত্যন্ত সতর্ক হয়ে আছি।’

ইরানের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী এইচআরএনএ সোমবার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক অথবা নিরাপত্তাবিষয়ক অভিযোগে ৭০৫ জনকে গ্রেপ্তারের রেকর্ড করেছে তারা। এইচআরএনএ জানিয়েছে, তাদের অনেককে ইসরায়েলের পক্ষে গুপ্তচরগিরি করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, তুরস্ক সীমান্তবর্তী ইরানের উত্তরপশ্চিমের শহর উরমিয়াতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং গুপ্তহত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানি কুর্দিদের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী হেঙ্গাও জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা সবাই কুর্দি। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইরানের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

১০

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

১১

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

১২

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

১৩

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

১৪

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১৫

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

১৬

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

১৭

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

১৮

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

১৯

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

২০
X