

চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল চট্টগ্রাম রেডিসন ব্লুতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কালবেলাকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৩ সদস্যের বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হবে।
মন্তব্য করুন