বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

বড় সংঘাতের শঙ্কা
নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা কাটেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতা আপাতত স্থগিত থাকায় অঞ্চলটিতে বড় আকারের সামরিক সংঘাতের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে নতুন করে ইসরায়েলের বড় ধরনের হামলা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনার বদলে ইরান অনমনীয় অবস্থানে থাকার সিদ্ধান্ত বহাল রেখেছে। এমনকি জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানকে জানিয়েছে, তারা আলোচনায় ফিরতে চায়। কিন্তু আলোচনা চলার মধ্যেই আর হামলা হবে কি না, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ওয়াশিংটন এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি।’

সম্প্রতি মেহের নিউজের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি জানিয়েছেন, ‘জায়োনিস্ট ভূখণ্ডকে কোনোভাবেই বিশ্বাস করা চলে না। চিরসংঘাতহীন বিশ্বের কথা ইরান কখনো কল্পনা করতে পারেনি। তাই জায়োনিস্টরা যদি আগ্রাসন চালিয়ে যেতে চায়, তাহলে পালটা জবাব দিতে দ্বিধা করবে না ইরান।’ ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘তারা ভাবেনি আমরা এমন হামলা করতে পারি। ইসরায়েল তাদের পরমাণু অবকাঠামোর কিছুটা ক্ষতি করতে পেরেছে। তবে আমরাই গোটা ব্যবস্থাকে ধসিয়ে দিয়েছি।’ ট্রাম্পের এমন দাবির পরও দেশটির পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ক্ষতি ‘গুরুতর’ হলেও ‘সম্পূর্ণ (ধ্বংস) হয়নি’। ইরান বরাবরই দাবি করছে, সামরিক কার্যক্রমের জন্য পরমাণু প্রকল্প পরিচালনায় তারা আগ্রহী নয়। কিন্তু পারমাণবিক বোমা প্রস্তুত করার মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করায় গোটা বিশ্ব উদ্বেগে রয়েছে।

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে একটানা ১২ দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্ততায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সমস্যা হলো, এ সমঝোতা স্থায়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে ‘আল্লাহর শত্রু’ বলে অভিহিত করেছেন। এদিকে ইরানের রাজনীতিবিদ আলি শামখানি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনাকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও সব আশা শেষ, এমন ভাবার কারণ নেই। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার উপায় জানা আছে। এই মুহূর্তে ইরানকে তাদের প্রতিরক্ষা জোরদার করার বিষয়ে মনোযোগ বাড়াতে হবে। এভাবে তারা পরবর্তী সময়ে কোনো বৈষম্যের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে পারবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলিক পরিবর্তনের জন্য সংসদে আসুন : আমীর খসরু 

আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস

বিচারকের সঙ্গে খারাপ আচরণে আইনজীবীকে কারাদণ্ড

দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

সিন্ডিকেটে বাড়েনি মালয়েশিয়ার অভিবাসন ব্যয়, স্বীকার করলেন আসিফ নজরুল

২৪৫ রানের টার্গেটে আক্রমণাত্মক শুরু বাংলাদেশের

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জুলাইজুড়ে আবহাওয়া কেমন হতে পারে, জানাল অধিদপ্তর

দেশের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে : তারেক রহমান

১০

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপো অনুষ্ঠিত

১১

শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

১২

৫০০ কোটির ক্লাবে আমির খানের যে চার সিনেমা

১৩

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

১৪

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

১৫

রাত ১০টার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

১৬

প্রশাসনে ৫ বড় পদে রদবদল

১৭

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

১৮

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

১৯

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

২০
X