রাশিয়া সফরের অংশ হিসেবে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গত শুক্রবার কমসোমলস্ক-অন-আমুর স্টেশনে লালগালিচা সংবর্ধনার পর কমসোমলস্ক যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন তিনি। এ কমসোমলস্ক কারখানায় এসইউ-৩৫, এসইউ-৫৭-এর মতো রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলো নির্মাণ করা হয়।
কারখানা পরিদর্শনের সময় এসইউ-৩৫ মডেলের একটি যুদ্ধবিমানে চড়ে দেখেন কিম। এ সময় দোভাষীর মাধ্যমে এক রুশ পাইলট তাকে যুদ্ধবিমানের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
মন্তব্য করুন