চট্টগ্রাম ব্যুরো ও রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চবি ভর্তি পরীক্ষায় তৃতীয়, রাবিতে জালিয়াতি করতে গিয়ে ধরা

আটক দিব্য জ্যোতি। ছবি : কালবেলা
আটক দিব্য জ্যোতি। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতি করার অপরাধে দিব্য জ্যোতি নামের এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক এই শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় হয়েছিলেন। তার ভর্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় তাকে আটক করা হয়। তিনি জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষ মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

তার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান কালবেলাকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আটক হওয়া শিক্ষার্থীর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে তৃতীয় হয়েছিল। আমরা তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব।

এ দিকে দিব্য জ্যোতি সাহা নামের এক ফেসবুক আইডিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল শেয়ার করে লেখা হয়, পুরাই আনএক্সপেক্টেড।

দিব্য জ্যোতি সাহার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে তার স্থায়ী নিবাস খুলনায় বলে জানা গেছে। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় বেলা ১১টা থেকে। পরীক্ষা চলাকালীন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন হলের পর্যবেক্ষক এক শিক্ষক। তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটা ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। এরপর প্রক্টর অফিসে তাকে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়। বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

১০

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

১১

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

১২

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

১৩

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

১৪

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১৫

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৬

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১৭

বিয়ের পথে টম-জেনডায়া

১৮

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

২০
X