বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি মস্কোর প্রস্তাব থেকে নেওয়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জোর তৎপরতা
ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি মস্কোর প্রস্তাব থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮-দফা শান্তি পরিকল্পনা সরাসরি অক্টোবরে ওয়াশিংটনের কাছে জমা দেওয়া রাশিয়ার একটি প্রস্তাব থেকে এসেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ কর্মকর্তারা ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের পর মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওই প্রস্তাবের বিষয়গুলো আলোচনা করেছেন।

ওই পরিকল্পনায় মস্কোর দাবিগুলোর প্রতি জোরালো সমর্থনের জন্য এরই মধ্যে তা তীব্র সমালোচনার মুখে রয়েছে। এর মধ্যে কিয়েভকে আরও অঞ্চল ছেড়ে দিতে, তাদের সামরিক বাহিনী হ্রাস করতে বাধ্য করা এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ফোনালাপ করেছেন।

সূত্রগুলো আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কেন রাশিয়ার প্রস্তাবের ওপর এত বেশি নির্ভর করেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কারণ, এটি পর্যালোচনা করা অন্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন এটি প্রত্যাখ্যান করবে। ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা এ বিষয়ে উদ্বেগ প্রকাশের পর ইউক্রেন শান্তি পরিকল্পনায় কিছু সংশোধন আনা হয় এবং কিয়েভ এতে স্বাগত জানিয়েছে।

এর আগে একজন ইউক্রেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কিয়েভ এ ‘কাঠামোর সারমর্ম’ সমর্থন করে। এ গতিশীলতার ওপর ভিত্তি করে, জেনেভায় আলোচনার নেতৃত্বদানকারী জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসকে বলেন, ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি চাইছে, তা ‘খুবই দৃঢ়’ বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘সহজ নয়’, তবে তিনি আরও বলেন, ‘আমরা একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি।’ তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম এটি একটি সহজ চুক্তি হবে, তবে মনে করি আমরা অগ্রগতি করছি।’

মস্কো যাচ্ছেন ট্রাম্পের দূত: বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পুতিনের দপ্তর ক্রেমলিন গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মস্কো সফর করবেন উইটকফ। প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকোভ রাশিয়ান টিভিকে বলেছেন, ‘আগামী সপ্তাহে উইটকফের মস্কো সফর নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছি আমরা। ট্রাম্প প্রশাসনের আরও অনেক কর্মকর্তা তার সঙ্গে এ সফরে থাকবেন।’

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা।

মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির ওপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।

আলোচনার মধ্যে হামলা: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও পাল্টাপাল্টি চলছে। গতকাল ইউক্রেনের হামলায় রাশিয়ার নোভোরোসিয়স্কে অন্তত ২০টি ভবন ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিয়েভ বলছে, তাদের হুলিয়াইপোলের কাছে রাশিয়া আক্রমণ বাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবে মুক্তি পেল জোভান-কেয়া অভিনীত ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ 

টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড করল রোবট

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

নতুন রূপে রণবীর-আলিয়া

নকল করতে গিয়ে ধরা, অভিমানে পাশের স্কুলে ছাত্রীর আত্মহত্যা

উপদেষ্টা পরিষদে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন

রাগ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন অঙ্গের ওপর, কীসের ক্ষতি হয় বেশি?

দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি

এইচএসসিতে বাংলার সিলেবাস নিয়ে সিদ্ধান্ত দিল এনসিটিবি

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

১০

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

১১

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে উত্তরপত্র

১২

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

১৩

১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

১৪

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

১৫

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১৬

ক্লাসে বসা নিয়ে তর্ক, নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

১৭

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করেন? জানুন এতে কী হয়

১৮

২৪ ঘণ্টায়ও থামেনি হংকংয়ের আগুন, বেড়েছে নিহতের সংখ্যা

১৯

মৃত মা-বাবার জন্য সওয়াব পৌঁছাতে যে ২ আমল করবেন

২০
X