

বলিউডের নিঃশব্দ কিন্তু তুখোড় অভিনয়ের প্রতীক অক্ষয় খান্না এবার পা রাখতে চলেছেন একেবারে ভিন্ন এক জগতে। যেখানে পুরাণ, শক্তি আর আধুনিক সুপারহিরোর মেলবন্ধনে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ধুরন্ধরে-এ দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করার পর এবার তিনি প্রস্তুত হচ্ছেন টলিউড অভিষেকের জন্য। আসন্ন তেলেগু মিথলজিক্যাল সিনেমা ‘মহাকালী’-তে অভিনয়ের মধ্য দিয়েই শুরু হচ্ছে অক্ষয়ের এই নতুন যাত্রা, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘মহাকালী’ ছবিতে অক্ষয় খান্নাকে দেখা যাবে ভারতীয় পুরাণের অন্যতম শক্তিশালী ও প্রজ্ঞাময় চরিত্র শুক্রাচার্য-এর ভূমিকায়। অসুরদের গুরু হিসেবে পরিচিত এই চরিত্র কেবল জ্ঞানী নন, কৌশলী ও গভীর দর্শনের ধারক।
চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, চরিত্রটির মানসিক স্তর, কাহিনিতে তার গুরুত্বপূর্ণ প্রভাব এবং নৈতিক দ্বন্দ্বই অক্ষয়কে এই ভূমিকায় অভিনয়ে আগ্রহী করে তুলেছে। তার উপস্থিতি ছবির ওজন ও আবেদন বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা।
এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভূমি শেট্টি, যিনি দেবী কালী দ্বারা অনুপ্রাণিত এক ভয়ংকর সুপারহিরো ‘মহা’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন পূজা কোল্লুরু। ‘মহাকালী’ নির্মিত হচ্ছে বহুল আলোচিত প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্স এর অংশ হিসেবে, যে ইউনিভার্স ইতিমধ্যেই ভারতীয় পুরাণকে আধুনিক সুপারহিরো ধারার সঙ্গে যুক্ত করে আলাদা পরিচিতি তৈরি করেছে। নির্মাতাদের দাবি, ছবিতে থাকছে চোখধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট, রোমাঞ্চকর অ্যাকশন এবং আবেগে ভরপুর শক্তিশালী গল্প।
সম্প্রতি শুটিং সেট থেকে প্রকাশ পাওয়া কিছু ছবিতে দেখা গেছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পেরে দারুণ উৎফুল্ল অক্ষয় খান্না। তার স্বাভাবিক সংযত আকর্ষণ ও পেশাদার মনোভাব ইতিমধ্যেই টলিউড দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সবশেষে বলা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অক্ষয়ের এই পদার্পণ এসেছে একেবারেই সঠিক সময়ে। ধুরন্ধরের সাফল্যের পর তার জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে। এখন তার এই টলিউড অভিষেক ভবিষ্যতে বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে আরও বড় ক্রস-ইন্ডাস্ট্রি সহযোগিতার পথ খুলে দিতে পারে বলে আশা করা যাচ্ছে।
মন্তব্য করুন