ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ইসরায়েলের মতো শত্রুরা ক্ষুব্ধ হয়েছে। গত শনিবার তেহরান সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি সব ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেন। খবর আল আরাবিয়ার।
রাইসি বলেন, ইরান ও সৌদি মুসলিম বিশ্বের দুটি প্রভাবশালী দেশ। দেশ দুটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ স্বাগত জানিয়েছে। তবে শত্রুরা, বিশেষ করে ইসরায়েল তেহরান-রিয়াদ ঘনিষ্ঠ সম্পর্কে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। তারা শুধু ফিলিস্তিনের শত্রু নয়, গোটা মুসলিমবিশ্বের জন্য হুমকি। বিগত বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আঞ্চলিক দেশগুলো আলোচনা ও সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করতে পারে। এ ক্ষেত্রে বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, তেহরান ও রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে একটি স্বর্ণযুগে প্রবেশ করেছে। এ সম্পর্ক শুধু এ দুই দেশের নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্বার্থরক্ষা করবে। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্টকে বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করতে নির্দেশ দিয়েছেন। তবে কিছু দেশ চায় না মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক কিংবা এ অঞ্চলের উন্নতি হোক। ইরান-সৌদির মধ্যে সহযোগিতা শক্তিশালী হলে কোনো বাইরের শক্তি এ অঞ্চলে হস্তক্ষেপের সুযোগ পাবে না।
মন্তব্য করুন