

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস আজ সোমবার। এদিন নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছেন ভারতীয়রা। ১৯৫০ সাল থেকে ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আধুনিক ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটি। এদিনেই কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। এদিন কুচকাওয়াজ শুরুর কয়েক মিনিট আগে স্থানীয় সময় সকাল ৯টায় কর্তব্য পথ থেকে দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর জাতীয় সংগীত জন গণ মন এবং সামরিক বাহিনীর ২১ বার তোপধ্বনির মাধ্যমে সালাম প্রদান অনুষ্ঠান হবে। এবার অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে থাকছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্টা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লায়েন। এবারের প্রতিবাদ্য হলো ‘স্বতন্ত্রতা কা মন্ত্র: বন্দে মাতারম’ এবং সমৃদ্ধি কা মন্ত্র: আত্মনির্ভর ভারত’।
মন্তব্য করুন